বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ/رو নহে কিন্তু বদ্ধপরিকর যতি স্বতেশ বিদেশে কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হইয়া মীমাংসিত বিষয় সকলের সত্যতাও যথাসম্ভব প্রমাণিত করিয়াছেন—তাহার নিদর্শনও প্রাপ্ত হইবে। বুদ্ধিমান বিদেশী তাহার উপদেশ কার্য্যে পরিণত করিয়া বলপুষ্ট হইতে চলিল ; হে স্বদেশী ! তুমিও কি এইবার তোমারই জন্য বহুশ্রমে সমাহৃত সারগর্ভ সত্যগুলি হৃদয়ে ধারণ এবং কার্য্যে পরিণত করিয়া সফলকাম হইবে ? ইতি— ১লা মাঘ विनौष्ठ ১৩১২ সারদানন্দ ।