পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 33 প্ৰভাতে সাতটার সময় ডি ডির নিদ্রাভঙ্গ হইল। তিনি উঠিয়৷ তাড়াতাড়ি প্ৰাত:কৃত্য শেষ করিলেন ; তাহার পর অফিসে চলিলেন । ডি ডি অফিসে উপস্থিত হইয়া ওয়াকারের সন্ধান জানিতে পারিলেন না। তখন র্তাহার প্রতীতি হইল—ওয়াকার কোন স্থানে গিয়। আটক হইয়াছে, বা কোন অসাধারণ ব্যাপার ঘটিয়াছে ; কারণ তাহার এরূপ দীর্ঘকাল অনুপস্থিত থাকা সম্পূর্ণ অস্বাভাবিক। " কিন্তু তখন তাহার হাতে জরুরি কায ছিল , এজন্য তিনি আর অধিক কাল ওষাকারের প্রতীক্ষা করিতে পারিলেন না। সেই দিন প্রভাতে ডিভটকে পেণ্টনভিলের কারাগার হইতে হলোয়ের কারাগারে পাঠাইবার কথা । তাহাকেই ইহার বন্দোবস্ত করিতে হইবে বুঝিয়া তিনি তাড়াতাড়ি সকল কায শেষ করিলেন । বেলা এগারটার সময় পুলিশের একখানি ভ্ৰাম্যমান শকট হোয়াইট হলে উপস্থিত হইল । তাহার আরোহী ..? স্বদক্ষ পুলিশ কর্মচারী। ডি ডি তাহাদিগকে সঙ্গে লইয়া পেণ্টনভিলে যাইবেন—এইরূপ স্থির ছিল । পেণ্টনভিল হইতে ডিভটকে হলোয়ের কারাগারে লইয়া যাইবার সময় তিনি ঐ সকল কৰ্ম্মচারীর সহায়তা গ্রহণ করিবেন স্থির করিয়াছিলেন । বিভীষিকাবাদীর দল পথিমধ্যে কয়েদীর গাড়ী আক্রমণ করিয়া তাহাকে ছিনাইয়া লইবার চেষ্টা করিতে পারে, ইহা বুঝিয়াই তিনি ঐ প্রকার সতর্কত অবলম্বন করা প্রয়োজনীয় মনে করিয়াছিলেন । छि छि আট-ঘাট না বাধিয়া কোন কাৰ্য করিতেন না। ডি ডি যখন পেণ্টনভিলের কারাগার অভিমুখে অগ্রসর হইলেন, সেই সময় তাহার কুড়ি পচিশ গজ পশ্চাতে আর একখানি শকষ্ট্ৰে আবির্ভাব হইল ; তাহাতে এক দল আমোদপ্রিয় সহরে আরোহী ছিল। তাহারা গাড়ীর ভিতর বসিয়া ফুৰ্ত্তি করিতেছিল। কেহ কেহ গল্প