পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>(?b" পীতাতঙ্কের প্রতিকার নাই । আশা করি তুমি দীর্ঘ কাল কথাবাৰ্ত্তায় অতিবাহিত করিবার জন্য আগ্রহ প্রকাশ করিবে ; কারণ যতক্ষণ পৰ্য্যন্ত তুমি কথা বলিৰে— সেই পৰ্য্যস্তই তোমার পরমায়ু ; ষে মূহূর্বে তোমার সকল কথা শেষ হইবে—সেই মুহূৰ্ত্তষ্ট তোমার অস্তিম মুহূৰ্ত্ত ; সেই মুহূৰ্ত্তেই তুমি মৃত্যুকে আলিঙ্গন করিতে বাধ্য হইবে, অর্থাৎ তোমাকে নিহত হইতে হইবে । কেবল তুমিই যে একাকী মরিবে, এরূপ নহে ; তোমার সহযোগী ইনস্পেক্টর ওয়াকরকেও তোমার সঙ্গে মরিতে হইবে । মরিয়া তুমি নরকে যাইবে। সেপানে একাকী যাইতে তোমার কষ্ট ও অসুবিধ হইতে পারে ; এই জন্ত আমরা তাই াকে ও গেরি সঙ্গে পাঠাইব । সে নীচে আছে, শীঘ্রই তাহ কে এখানে আনাইবুার ব্যবস্থা করিব ; তাহার পর তোমরা এক সঙ্গে পরলোকের পথে র্যাত্রা করি:ব ।” ডিঙি ডাক্তার লুর কথা শুনিয়া সবিস্ময়ে বলিলেন, “ওয়াকারকে তোমরা এখানে কয়েদ করিয়; রাগিয়াছ ? --মিং পিয়ারসন কোথায় নীত হইয়াছিলেন তাহ! তিনি এতক্ষণ পরে বুঝিতে পরিলেন । উহা যে ব্রোঞ্জ ক্রিসানথিমম্স ষ্ট্রটস্থিত হো-মিং সম্প্রদায়ের প্রধান আডড এ বিষয়ে তাহার আর বিন্দুমাত্র সন্দেহ রহিল না । হো-লি এই সম্প্রদায়ের প্রতিদ্বন্দ্বী হইলেও সে ইহাদের প্রধান আডডার সন্ধান জানিত, এবং সে পুলিশের নিকট এই ঠিকানার সন্ধান দিয়াছিল । বিপ্লববাদীদের সন্ধান জানিতে হক্টলে তাহীদের স্বদেশবাসিদের সহায়তা কিরূপ অপরিহার্য্য তা হা তিনি সুস্পষ্টরূপে বুঝিতে পারিলেন। মিঃ পিয়ারসন মনে করিলেন হো-লি স্বার্থপর হইতে পারে, অর্থলোভে সে তাহাদিগকে সাহায্য করিতেছিল—একথাও সত্য হইতে পারে ; কিন্তু বিপ্লবদমনে, গুপ্তহত্য নিবারণে, এবং দেশে শান্তি স্থাপনে তাহার সহায়তা যে অত্যন্ত মূল্যবান, সে প্রকারাস্তরে সমাজের হিতসাধন করিতেছিল—ইহা তিনি