পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Σ (ί কোথায় জানি না । সেই নথি-পত্রগুলি সাবধানে না রাখা অত্যন্ত অন্যায় হইয়াছে, ইনস্পেক্টর !” ইনস্পেক্টর ওয়াকার তাহার কোটের ভিতরের পকেট হইতে কতকগুলি কাগজপত্র বাহির করিয়া তাহার সম্মুখে রাখিয়া বলিল, “আমি আপনাকে বলিয়াছিলাম আমরা স্কচ, আমাদের কতকগুলি পূৰ্ব্ব-সংস্কার আছে । সেই সংস্কারবলে আমার ধারণা হইয়াছিল জিওফ্রি পল-সংক্রান্ত যে সকল কাগজপত্র মহাফেজখানা হইতে আপনার আফিস-কামরায় আনীত হইয়াছিল তাহ সাবধানে না রাখিলে সেগুলির অস্তিত্ব বিলুপ্ত হইবে, তাহাদের চিহ্মাত্র বর্তমান থাকিবে না। এই জন্য জরুরী কাগজগুলি আমি পূর্বেই সরাইয়। রাখিয়াছিলাম।”