পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8 পীতাতঙ্কের প্রতিকার ওয়াকার তাহার অনুচরদের আদেশ করিল, “উহাদের হাতে হাতকড়ি অণটিয়া দাও।” ওয়াকার সেই দলে দলপতিকে না দেখিয়া অকুমান করিল বিপ্লবীদের সভার পরিচালকেরা কোনও গুপ্তপথে পলায়ন করিয়াছে । সে অপরাধীদের জবাবের জন্য পীড়াপীড়ি করিল না ; তাহার কোন প্রকার ধ্বংসমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল—ইহাও তাহাদের ভাবভঙ্গিতে প্রকাশ ইল না। একজন সার্জেণ্ট তাহাদের কৈফিয়ৎ চাহিলে তাহাক্সমাথ নাড়িয়া নীরব রহিল। তাহাদের সকলেই ইংরাজী ভাষায় /శశ হইলেও প্রত্যেকেই চীনা ভাষায় বলিল, ওদেশের ভাষা বা vrsta stigtza: vlstv i (pleaded ignorance both of law and language.) সুতরাং কোন দোভাষীর সাহায্য ব্যতীত ওয়াকার তাহাদের সম্বন্ধে কোন কথা জানিতে পারিল না। চীনা ভাষায় অভিজ্ঞ দোভাষীর অভাব না থাকিলেও কোন চীন,ম্যান এই সকল বিপ্লববাদীর বিরুদ্ধাচরণের সাহস করিত না ; প্রত্যেক চীনাম্যান জানিত যে ব্যক্তি উহাদের প্রতিকূলতাচরণ করিবে—তাহার মৃত্যু অপরিহার্ষ্য । * কয়েক মিনিট পরে সেই কক্ষের বাহিরে কাহারও পদধ্বনি হইল, এবং মিঃ পিয়ারসন মুহূৰ্ত্ত পরে সেই কক্ষে প্রবেশ করিলেন। তাহার পশ্চাতে দুইজন ডিটেক্টিভ একটি লোককে বধিয়া আনিল ; স্ে ডাক্তার লুর প্রধান সহযোগী পল । ডি ডি পলকে দেখাইয়া বলিলেন, “এই লোকটা একটা সুড়ঙ্গের ভিতর হইতে বাহির হইয়া পলায়ন করিতেছিল ; সেই অবস্থায় উহাকে গ্রেপ্তার করা হইয়াছে। উহার একটা সঙ্গী ছিল, কিন্তু সে সরিয়া পডিয়াছে ট অামি তাহাকে লক্ষ্য করিয়া দুই তিন বার গুলী