পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ পীতাতঙ্কের প্রতিকার খুলিয়া লইয়া সে যে এক হাত দূরে সরিয়া যাইবে তাহার উপায় ছিল না ; কিন্তু এই ব্যাপার চাপিয়া যাওয়াই ভাল । ( this affair had better remain silent.) agai Rož otoka; রিপোর্টারগুলা আমাদের গতিবিধির সন্ধান পাইবে ; তাহা প্রার্থনীয় নহে। কেমন ওয়েবার, আমাদের মতলব মত কায হইয়াছে ত ?” ওয়েবার বলিল, “হা, তাহাদের সকলকে রীতি মত ফাকি দেওয়া গিয়াছে। যখন উহার দেখিল তুমি আমাকে কার-প্রকোষ্ঠে পুরিয়া দিলে ; তখন উহারা আমাকে পল ভিন্ন অন্ত কোন লোক বলিয়া ঠাহর করিতে পারে নাই।”— সে ইনস্পেক্টর ওয়াকারের হাতে একটি সাদ। জিনিস দিয়া বলিল, “এই জিনিসটি সে আমার হাতে গুণ্ডিয়া দেওয়ার চেষ্টা করিয়াছিল ।” তাহা একটি ক্ষুদ্র শিশি । ওয়াকার তাহা আলোর নিকট উচু করিয়া ধরিল । ওয়েবার উৎসাহ ভরে:বলিল, “দেখিতেছ কি—উহ। হাইড্রোসিয়েনিক এসিড ।” }. ওয়াকার বলিল, “দেখ ওয়েবার, আমি উহা দেখিবার আশা করি । নাই । আমি ভাবিয়ছিলাম ইহা কোনরূপ রহস্যপূর্ণ বিষ হইতে পারে।” অতঃপর সে কনষ্টেবল-কেরানী জোন্সের পরিচ্ছদ থানাতল্লাস করিতে লাগিল। তাহার পরিহিত পরিচ্ছদ সতক ভাবে পরীক্ষা করা হইল ; জ্যাকেটের লাইনিং পৰ্য্যস্ত কাটিয়া দেখা হইল। তাহার পর ওয়াকার বলিল, “এ কি ব্যাপার জোনস ?” *ت - জোনস বলিল “ও কিছুই নয় । দেখ ওয়াকার, তুমি মনে করিতে তুমি ভয়ঙ্কর চালাক, চাতুর্ঘ্যে তোমাকে কেহ পরাস্ত করিতে পারে না ; কিন্তু তোমার ইহা ভুল ধারণা। তোমাকে শীঘ্রই স্তম্ভিত হইতে হইবে, সে জষ্ঠ প্রস্তুত থাকিও । তুমি ভাবিয়াছিলে আমাকে তুমি