পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ᏌᏉ☾ পুলিশ-কমিশনার পিয়ারসন পেণ্টনভিলের জেল-হাসপাতালে আনীত হইয়াছেন । তিনি আপনাকে এখানে আসিতে বলিলেন ।” ওয়াকার বলিল, “কি বিভ্রাট! আমি যত শীঘ্ৰ পারি তাহার সঙ্গে দেখা করিতেছি ।” ওয়াকার নীচে অগসিয়া অবিলম্বে হোয়াইট হলের পথে আসিল । সেই পথে ট্যাক্সিব আডডায় তিনখানি ট্যাক্সি দাড়াইয়া ছিল ; সে কি ভাবিয়া প্রথমগানিতে না উঠিয়া দ্বিতীয়খানিতে প্রবেশ করিল । কিন্তু তাহার এই সতর্কতাও বিফল হইল ; কারণ সে সেই ট্যান্সিতে প্রবেশ করিবামাত্র কে একজন লোক বজমুষ্টিতে তাহার দুইখানি হাতই একত্র ধরিয়া ফেলিল, এবং তাছাকে আত্মরক্ষার জন্য চেষ্টা করিবার বিন্দুমাত্র অবসর না দিয়া আর একজন আততায়ী লৌহ-দণ্ড দ্বারা তাহার মস্তকে এরূপ বেগে আখাত করিল যে, সেই আঘাতেই তাহার চেতনা বিলুপ্ত হইল । ്യ് ওয়াকার যে কক্ষে চেতন লাভ করিল—সেই কক্ষটি অন্ধকারাচ্ছন্ন । সেই কক্ষে কোন বাতায়ন বা স্কাইলাইট ছিল না । সেই কক্ষের বাতাস মাৰ্দ্ৰ, অপ্রীতিকর । সে অতি কষ্টে অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করিয়া পাশ ফিরিয়া শুইল । তাহার কোমরে ধাতুনিৰ্ম্মিত একটি শৃঙ্খল বেষ্টিত ছিল, তাহা ঝন ঝন শব্দে বাজিয়া উঠিল। যে বুঝিতে পারিল সেই শৃঙ্খলের অন্য প্রাস্ত দেওয়ালে আবদ্ধ ছিল । তাহার মাথার ভিতর দপদপ, করিতে লাগিল। তাহার আঙ্গুলগুলি শোণিতাপ্পত হইয়াছিল-ইহা সে বুঝিতে পারিল মাথায় হাত দিয়া দেখিল চুলগুলি চটচটু করিতেছিল। ক্রমশঃ সকল কথা তাহার স্মরণ হইল। সে বুঝিতে পারিল-ষে সংবাদে নির্ভর করিয়া সে পেণ্টনভিলের কারাগারে যাত্র। বর্ণরয়াছিল—তাহা মিথ্যা সংবাদ ; তাহাকে ফঁাদে ফেলিবার কৌশল