পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెN8 পুরোহিত-দর্পণ | G ( 학한 নাম। প্রেমথন দান দিয়ে পূর্ণ কৈল কাম ॥ প্রণমিব নদ নদী মদের নিমাই ! বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাঞি অঙ্গরী কিন্নরী বন্দ ডাকিনী যোগিনী। ছয় রাগ ছয় ঋতু ছত্রিশ রাগিণী ॥ বন্দ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাগণ । সত্য ব্রহ্ম ঋষিদেব মুনির চরণ । অতঃপর বন্দিব রহিম রামরূপ । ত্ৰিদশের চতুর্দশ ভূবনের ভূপ । কোরাগ কেতাব কিয়া কলিমে সংহতি । সুপিখী পীরের পায় প্রচুর প্রণতি ॥ সাতশত আওলিয়া বন্দি যোড় করে। ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্ৰ কঁপে যাব ডরে। পবে সত্যপীর বন্দ বলে দ্বিজ রাম। সাকিম বরদা বাট যদুপুর গ্রাম ৷ জয় জয় সত্যপীর, সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ ! কে জানে তোমার তত্ত্ব, তুমি রজঃ, তম: সত্ত্ব, তোমার চরণে প্ৰণিপাত ॥ সৰ্ব্বভূতে সৰ্ব্বময়, চারু চরাচর ময়, চন্দ্রচূড়-চিন্ত্য চিন্তামণি। পূৰ্ব্বে হয়ে দশমূৰ্ত্তি, করিলে অকথ্য কীৰ্ত্তি, সত্যপীর হলেন এদানি । ছয় দবশনে কয়, এক ব্ৰহ্ম দুই নয়, জন্ম জন্ম ভিন্ন ভিন্ন নাম । কলিতে যবন দুষ্ট, হৈন্দবী করেন নষ্ট, দেখি রহিম শেষ হইল রাম ॥ ব্ৰহ্মাদি দেবতা যত, সকলের সেই মত, দুষ্ট দেখি দুরে পবিহার । ব্রাহ্মণ বলিয়া বেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা কৈল স্বষ্টি আপনার ॥ এক মনে অল্প ধনে, যে তোমারে সিন্নী মানে, হাসিল করহ তার কাম । আমি অতি অল্প মতি, কি করিব স্তুতি কুতি, নিজগুণে উদয় গুণধাম ॥ দরিদ্র দ্বিজের কাছে, পূৰ্ব্বকালে সত্য আছে, আত্মবাক্য পালিবে আপনি । নায়কে হইয়া তুষ্টি, সিন্নিতে করহ দৃষ্টি, শুন আপনার ব্রতবাণী ॥ ভুবন পালন যথা, তোমাব মঙ্গল কথা, যে গায় যে গাওয়ায় কিম্বা শুনে। তুমি পীর কর তাবে, মহামারে মহাঘোরে, রণে বনে রিপূজন-স্থানে। দৃঢ় ভক্তি হৈলে তার, পাতক না থাকে তার, মনোরথ সিদ্ধি হাতে হাতে । ভণে দ্বিজ রামেশ্বর, শুদ্ধভাবে শুন নর, হবি বল পীরের পীরিতে ॥ সৰ্ব্বলোক শুন শুন সৰ্ব্বলোক শুন । সত্যপীর স্মরি সিন্নি দেহ পুনঃ পুমঃ। প্রবল প্রতাপ প্রভু পাপতাপ-হারী । যেরূপে জাহির পীর নিবেদন করি ॥ দিল্লির দক্ষিণ দেশে মথুরের পুর। তাহে এক বিপ্র ছিল বড়ই বিদুর ॥ খাইতে তার চাউল নাই চালে নাই খড় । তেঁই প্রভু পীর পুত্র তার পয়ে গড়। আপনি অত্যন্ত যতী সতী সীমস্তিনী । দামোদরে দৃঢ় ভক্তি দিবস রজনী ॥ লঙ্ঘনে বঞ্চন কন্তু ভিক্ষায় তক্ষণ কৃষ্ণসখা সুদামার সকলি লক্ষণ ॥ আপনি অতিথিপ্রিয় ততোধিক প্রিয়া । অদ্য উপবাস জন্য অন্ন জল দিয়া ॥ জঠরের জালায়,