পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెరిలి পুরোহিত-দপণ। C 혁한 দুনিয়া দেখা সবি ইমান বুট । কঁহা কোহি খয়রাৎ না করে এক মুঠ । দ্বিজ বলে দাওয়ান ও কথা কহ কাকে । মনস্তাপে মরিতে বসেছি ঐ পাকে ॥ কলি হৈল প্রবল মজিল ধৰ্ম্মপথ । দেওয়ান কহেন বাৰ্ত্তা কহ হকিকৎ ॥ নিজছুঃখ কহি দ্বিজ করয়ে রোদন । নারিলাম খাওয়াতে আনি বড় অভাজন ॥ পর মোর বসন অশন কর ব্যাচ । মৃত্যুকালে মোর ধৰ্ম্ম মজাইলে মিছা ৷ বিশ্বনাথ বিশ্বাস বুঝিয়া বলে বাছা । দুনিয়ামে এসভি আদূমী নাহি সাচা ॥ ভাল বাওয়া কাহে তেরা মৃত্যুকাল আছে। রাতি দিন যেষা তেষা সুখ দুঃখ আছে। কাহাকো মারেগা তেরা কাহে এসাবাৎ । কাপড়া ওতো লেও ভেলা আও মেরা সাৎ ৷ যাওতে সত্যপীর মেরা যাওতে সত্য পীর । তেরা দুঃখ দূর করঙে তেওঁ হাম ফকির ৷ এসা কুচ হমুর বাতাও দেওঁ তোয়। ফিরে পিছে সেতাব খয়ের খুব হোয় ॥ সত্যপীর পাওমে একিদা করে দিল । সাহেব কবেগা তেরা নিয়তো হাসিল ॥ আপসে চলায় দেও সিন্নিকা সদা কহি তোরা হুকু ধন না করে রন্ধু ; যেস্কে তোঞি যো কহেগা সোহি হোগ সহি । পীর বরাবর হোকে করে যাকে এহি । দ্বিজ বলে কহিলে দেওয়ান মহাশয় । যবনের কার্য্য সে তো ব্রাহ্মণের নয়। ইষ্ট ছেড়ে অনিষ্ট ভজিব কেন অন্ত। ডুবাইব পরকাল ইহকাল জন্ত ॥ দেওয়ান কহেন শুন গেয়ান্‌কি বাত । রাম রহিম দুই নাম ধরে এক সাত ॥ অভেদ তোমারে কহি শাস্ত্র কহি সার । তুমে ভেদ ভাল নাহি করে এখতেয়ার ॥ এত শুনি মনে বিস্ময় ব্রাহ্মণ । আপাদ পৰ্য্যন্ত র্তাহার করে নিরীক্ষণ চকিতে চকিতে মূৰ্ত্তি ধরেন অশেষ। দেখিতে দেখিতে হৈল ব্রাহ্মণের বেশ । নিদান বুঝিলা প্ৰভু ভকতবৎসল । ধরণী লোটায়ে ধরে চরণ কমল পুলকে উদগত তনু সকরুণে কয়। ছাড় মায়া কর দয়া দেহ পরিচয় হাসিতে হাসিতে হরি দ্বিজে কন তবে । নিদান আমার তুমি পরিচয় লবে । বিধি বড় ভাই মোর মহেশ অনুজ | শঙ্খচক্রগদাপদ্মধারী চতুভুজ ॥ কৃষ্ণকেশি মথনে কেশব মোর নাম। মক্কায় রহিম আমি অযোধ্যায় রাম পরাপর চরাচর আমি সে যাবস্তু। সুরপুরে শক্ৰ আমি পাতালে অনন্ত ॥ ফকীর হইয়া আসি তোমার কারণ । কলিতে সম্প্রতি সত্যপীর নারায়ণ ॥ দ্বিজ বলে যত কহ ভাল বিপরীত । পীরের সিন্নিতে বা বিষ্ণুর কেন প্রত। যেহ প্ৰভু পরমাত্মা তেঁহ কেন পীর । তুমি বা ফকীর কেন ব্রাহ্মণ শরীর ॥ প্ৰভু কহে ভাল দ্বিজ্ঞাসিলে দ্বিজ