পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《학 학한8 || রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী । ৯৩৭ . ধন্য। সাধু সাধু বলি গ্রন্থ কহে ব্ৰত জন্য রাম বলে ভাল জিজ্ঞাসিলে গুন বলি। মোক্ষ স্বৰ্গ মারা গেল কাল হৈল কলি । কালের মাহাত্ম্য বাছা শুন তবে বলি । পরীক্ষিত পতনে প্রবল হৈল কলি ॥ এককালে সেই পরীক্ষি ত ক্ষিতিনাথ । মৃগয়াতে কলি ক্রিয় দেখিল সাক্ষাৎ ॥ ধরাতে গোরূপ ধৰ্ম্ম কলি হয় নব । নির্ঘাত প্রহার করে গরুর উপর ॥ তিন পা ভেঙ্গেছে আছে এক পায় উবু। সেই পায়ে নির্বাত প্রহার করে তবু দেখি কোপে কাপে রাজা না জানে বিশেষ। গরু মেরে পাপিষ্ঠ পতিত কৈল দেশ। খড়গ হাতে কাটিতে চলিল মহাবল । ব্যক্ত হইয়া কলি তখন হাসে খল খল। শুনরে নির্বুদ্ধি বাজা বুদ্ধি নাহি তোর । ইহাতে ঈশ্বর দত্ত অধিকার মোর ॥ গরু নহে ধৰ্ম্ম এই কলিকাল আমি। বধিব ইহারে আজি কি করিবে তুমি ৷ রাজা বলে কি বলিলে তোমাব নাম কলি । অল্পদিনে এখনি এতেক ঠাকুবালী ॥ বাঞ্ছা ছিল ভাল হল পেলাম তোব দেখা । দুর্জনে তর্জনে আমি সুজনের সখা । যার দত্ত অধিকারে ধৰ্ম্মে হিংস তুমি। সেই কৃষ্ণচন্দ্রের কিঙ্কব হই আমি ॥ সতত ভারতকথা সভাতে আমার । মোর অধিকারে কি তোমাব অধিকার ৷ শুকমূখে শুনেছি সকল বিবরণ। কলি ব্যাধি হেতু কৃষ্ণ নাম রসায়ন ॥ এত শুনি কলি করিলেন হেট মাথা । কত তবে আমার ভোগের স্থান কোথা । বুঝিয়া ভূপতি চারি স্থান দেন তাবে । সুরা স্থনা সুবর্ণবণিক স্বর্ণকারে ॥ ধৰ্ম্মেব নিস্তার করি রাজা গেল ঘর। সেই হতে ধৰ্ম্ম ছাড়া এই চারি নর ॥ ব্রাহ্মণে ভারত-কথা ভগবান কয়ে । পুনঃ পুনঃ কহে শুন সাবধান হয়ে ॥ এখন দমন-দাতা পরীক্ষিৎ নাই । ধৰ্ম্মনাশে কলিব বিস্তর হলো ঠাই ॥ ততকাল কলি করিবেন একাকার। যবনান্ত জাতি ভেদ না থাকিবে আর ॥ আজি কত অনীত হইল উপস্থিত। ব্ৰহ্ম বৈশু ক্ষত্রিয় শূদ্র স্বধৰ্ম্ম বর্জিত ॥ পুণ্য পথে কদাচিত আছে কোন নর। পরদারে পরদ্রোহে প্রবৃত্ত বিস্তর ॥ যে জন দুর্জন তার পূজা সৰ্ব্ব ঠাই । নিম্পূহের অনাদব অন্ন জুটে নাই । সুজন সৰ্ব্বদা নিন্দে দুর্জনের যশ । বাপ মায় তুচ্ছ বুদ্ধি বনিতার বশ । পুত্র পিতা বধু মাতা বিনিময়ে লাভ। শ্বাশুড়ী বধুতে দ্বন্দ্ব সতীনের তাব। ভাগিনী ভগিনী ত্ৰাতৃবধু খুড়ি জেঠি। মালী পিসী মামীতে তৎপর পরিপাটী ॥ বিধবা ফেলিছে বেধ বৎসরে দুবার। একাদশী ছাড়ি মৎস্ত কর্কট সংহার ॥ কহিতে কলির কথা কাপে কলেবর । অগম্যাতে গমন করিবে কত নর ॥ সংক্ষেপে সে সব কথা মাহাত্ম্য নির্ণর।