এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ لالا , ] আকর্ষণী শক্তি অতিক্রম করিয়া প্রতি মুহূর্তে গ্ৰহগণ সরলরেখাভিমুখে পলায়ন করিতে যত্নশীল । ইহাকেই কেন্দ্রাতিগ গতি বলে। সূৰ্য ক্রমাগত যন্তই গ্ৰহ দের আপন কেন্দ্রাভিমুখে টানিতেছে গ্ৰহগণ ততই সেই । আকর্ষণকে অতিক্রম করিয়া সরল রেখায় পলাইতে চেষ্টা করিড়েছে। কাজেই এই দুই শক্তি-প্রভাবে গ্ৰহগণ একটি .বৃত্তাকার পথে স্বর্ঘ্য প্রদক্ষিণ করিতেছে। যদি মুহুর্ভের জন্য কথনে কোন গ্রহ আপন গতি শক্তি হারায়, তাহা হইলে অমনি বৃহদায়তন সূর্য তাহাকে টানিয়া আত্মসাৎ করিয়া ফেলিবে। উপরের চিত্রটি হইতে গ্রহ দিগের গতি কিয়ৎ পরিমাণে বুঝা যাইতে পারে। স্ব চিহ্নিত চিত্রটি এ স্থলে স্বর্ঘ্য এবং তাহার চতুস্পার্থস্থ বৃত্তাকার রেখাটি পৃথিবীর