পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

涂@ একটি ঘোরতর কলঙ্ক তাহাতে সন্দেহ নাই। কারণ, যশোর রাজ্যের পূর্ব সনন্দ তাহার পিতার নামেই ছিল। র্তাহার এরূপ পিতৃদ্রোহিতার সমর্থন করা যায় না। তবে বসন্তরায়ের প্রতি বিদ্বেষবশতঃ তিনি এইরূপ করিয়াছিলেন বলিয় তাহার দোষকে কিছু লঘু বলা যাইতে পারে বটে ; কিন্তু তাহা যে সম্পূর্ণ মূলহীন এ কথাও আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি। ” যশোরের সনন্দ লাভ করিয়া প্রতাপাদিত্য আগরা হইতে যশোরে পুনরাগমন করেন । বসুমহাশয় বলেন যে, তিনি মাসবদারের সরঞ্জাম প্রাপ্ত হইয়া বাইশ হাজার ফৌজসমেত আগর হইতে বহির্গত হইয়াছিলেন। কিন্তু এ বিষয়ের কোন ঐতিহাসিক প্রমাণ নাই। এ যশোরে উপস্থিত হইয়। তিনি আপনাকে যশোর রাজ্যের অধীশ্বর বলিয়া ঘোষণা করেন, এবং পিতা ও পিতৃব্যকে নুতন সনন্দের কথা জ্ঞাপন করেন। তাহার এই বিষয়ের কোন প্রতিবাদ করেন নাই। তবে বিক্রমাদিত্য যতদিন জীবিত ছিলেন, প্রতাপ ততদিন তাহার হস্ত হইতে রাজ্যভার বিচ্ছিন্ন করিয়া লন নাই । কিন্তু উত্তরোত্তর আপনার ক্ষমতা বৃদ্ধি করিতে আরম্ভ করেন। এই সময় হইতে র্তাহার গৌরব প্রচারিত হইতে আরব্ধ হয়। প্রতাপাদিত্যের ক্ষমতাবৃদ্ধির সঙ্গে সঙ্গে বসন্তরায়ের প্রতি র্তাহার বিদ্বেষভাব বৰ্দ্ধিত হইতে থাকে। অথচ বসন্তরায় তাহাকে স্নেহের চক্ষেই দেখিতেন। প্রতাপ মনে করিতেন যে, বসন্ত রায়ের জন্ত তিনি আপন ক্ষমতা বিস্তার করিতে পারিবেন না । অল্পদিনের মধ্যেই যে বিক্রমাদিত্য এ জগৎ পরিত্যাগ করিবেন যশোরে পুনরাগমন । যশোর রাজ্যবিভাগ ।

  • (৩৬) টিল্পনী দেখh