পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o o মাতা বলিয়া এক্ষণে সকলে নির্দেশ করিতেছেন। স্থানান্তরে এ বিষয়ের বিস্তৃত আলোচনা করা হইয়াছে। যশোরেশ্বরী অদ্যাবধি যশোর,— ঈশ্বরীপুরে অবস্থিতি করিতেছেন। তাহার মূৰ্ত্তি স্থানান্তরিত হওয়ার উপায় নাই। কারণ, কোন কালে তাহার সম্পূর্ণ মূৰ্ত্তি ছিল কিনা, তাহার প্রমাণ পাওয়া যায় না । আপনাকে যশোরেশ্বরীর অনুগৃহীত মনে করিয়া, প্রতাপাদিত্য স্বীয় পরাক্রমপ্রকাশের চেষ্টায় প্রবৃত্ত হইলেন। তিনি মনে মনে স্বাধীনতালক্ষ্মীকে আহবান করিতে আরম্ভ করেন। প্রতাপ দিল্লীর বাদসাহের সনন্দানুসারে যশোর রাজ্যের অধিপতি হইয়াছিলেন বটে, কিন্তু আপনার ক্ষমতাপ্রকাশের জন্ত তিনি আর বাদসাহের অধীনতা স্বীকার করিতে ইচ্ছুক হইলেন না। এই সময়ে বাঙ্গলার চারিদিকে সকলেই মোগলের অধীনতা অস্বীকারে প্রবৃত্ত হইয়াছিল। দায়ুদের অবসানের পর পাঠান সর্দারগণ মোগল সুবেদারের নিকট মস্তক অবনত করিতে ইচ্ছুক ছিলেন না। ভূইয়াগণও সহজে মোগলের অধীনতা স্বীকারের ইচ্ছা করেন নাই। প্রতাপ পরাক্রমে আপনাকে তাহদের অপেক্ষ কোন অংশে নুন মনে করিতেন না : মুতরাং তিনিও যে মোগলের অধীনতাছেদনে প্রয়াস পাইবেন, তাহাতে আর ংশয় কি ? বাস্তবিক প্রতাপ ক্রমে ক্রমে আপনাকে স্বাধীন বলিয়া প্রচার করিতে আরম্ভ করিলেন । " কিন্তু বসন্তরায় তাহার অত্যন্ত বিরোধী ছিলেন। প্রতাপ তথাপি স্বাধীনতার আস্বাদ লাভের জন্য ধীরে ধীরে আপনার পরাক্রমপ্রকাশে প্রবৃত্ত হইলেন। বাঙ্গলার সর্বত্র তাহার গৌরব বিঘোষিত হইতে লাগিল, এবং সকলেই তাহাকে দেবামুগৃহীত পুরুষ বলিয়া মনে করিল। আমরা উড়িষ্যায় প্রতাপাদিত্যের স্বাধীনতা প্রকাশের প্রথম পরিচয় স্বাধীনতার বিকাশ ।