পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১,৯ শিক্ষারও বন্দোবস্ত করিয়াছিলেন। তিনি পোত নিৰ্ম্মাণ, সংস্কার ও রক্ষার জন্য রাজধানীর নিকট এক স্থান নির্দেশ করেন, এ৭ং তথায় রীতিমত জাহাজাদি নিৰ্ম্মিত, সংস্কৃত ও রক্ষিত হইত, এবং তথায় নৌ-সেনাগণ জলযুদ্ধ শিক্ষা করিত। দুধলী নামক স্থানে অদ্যপি তাহার চিহ্ন দেখিতে পাওয়া যায়। তাঞ্জ জাহাজ ঘাটা নামক স্থানে জাহাজানি রক্ষিত হইত বলিয়া কথিত হইয়া থাকে। এতদ্ভিন্ন চকী নামক স্থান তিনি নৌ-বাহিনী রক্ষার জন্য নির্দেশ করিয়াছিলেন বলিয়া শ্রত হওয়া যায়। সৰ্ব্বাপেক্ষা সাগর দ্বীপ র্তাহান্ন নৌ-বলের প্রধান স্থান ছিল । এখানে অসংখ্য জাহাজ রক্ষিত হইয় তাহার নৌ-বলের পরিচয় প্রদান করিত। পটুগীজগণ এই সাগর দ্বীপকে চ্যাণ্ডিকান নামে অভিহিত করিতেন, এবং প্রতাপের রাজ্যের মধ্যে চ্যাণ্ডিকানের সহিতই তাঁহাদের বিশেযরূপ পরিচয় ছিল। তথায় প্রতাপ আপনার বাসোপযোগী প্রাসাদদিও নিৰ্ম্মাণ করিয়াছিলেন। তিনি ক্রমে ক্রমে আপনার সৈন্তাদিগকে শিক্ষিত করিয়া তাহদের ও অন্তান্ত বলের সংখ্যা বৃদ্ধি করেন। যে সময়ে মানসিংহের সহিত র্তাহার যুদ্ধ উপস্থিত হয়, সে সময়ে অশ্বারোহী, পদাতি, গোলন্দাজ ও হস্তীতে পরিবৃত হইয়া তিনি দুৰ্দ্দমনীয় হইয় উঠেন । প্ৰক্ষিতীশবংশাবলীচরিতে লিখিত আছে যে, সে সময়ে তাহার বায়ান্ন হাজার ঢালী, একান্ন হাজার তীরন্দাজ, বহুসংখ্যক অশ্বারোহী, বহুযুর্থ হস্তী, অসংখ্য মুদগরধারী সৈন্ত ছিল। * অন্নদামঙ্গলে বায়ান্ন হাজার ঢালী, ষোড়শ হলকা হাতী ও অযুত তুরঙ্গের উল্লেখ আছে। + জয়পুর বংশাবলীতে তাহার তেরশত হাতী ও অনেক

  • “যস্ত স্বারি স্বীপঞ্চাশৎসহস্রচৰ্ম্মিণঃ একপঞ্চাশতসহস্ৰধস্বিনঃ অশ্বারোহী অপি DDD BBBBB BBBBB BB DDD BBB BBBBBBBBSS SSSSDD DDD পৃঃ দেখ )।

+ বায়ান্ন হাজার যার ঢালী o ষোড়শ হলকা হাতী অযুত তুরঙ্গ সাতি।” (২৬৫ পৃঃ দেখ )