পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ই অত্যন্ত প্রীত হইয়াছিলেন, এবং তঁহাদিগকেও যথারীতি সংবৰ্দ্ধনাও করিয়াছিলেন। কোন খৃষ্টান রাজা তাহাদিগকে এরূপ সম্মান করিতে পারিতেন কি না সন্দেহ । রাজ তাহাদের বিশুদ্ধ চরিত্রের জন্য র্তাহাদের প্রতি শ্রদ্ধা করিতেন। র্তাহারা খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত লোকদিগের অবস্থানের জন্ত একটি স্থানের প্রার্থনা করিলে রাজা তাহাতে সন্মতি দান করিরাছিলেন । রাজার নিকট হইতে শ্রদ্ধা ও সম্মান পাইয়া পাদরীগণ কিছুকাল চ্যাণ্ডিকানে অবস্থিতি করেন। ২ যে সময়ে ফার্ণাণ্ডেজ চ্যাণ্ডিকানে উপস্থিত হন, সে সমরে তিনি রাজা প্রতাপাদিত্যের নিকট হইতে গির্জাস্থাপনের ও ধৰ্ম্মপ্রচারের ক্ষমতা-পত্ৰ পাইয়াছিলেন, এবং কুমার উদয়াদিত্যও তাহাতে নিজ নাম স্বাক্ষর করিয়া দেন। ফাৰ্ণাণ্ডেজ ১৫৯৯ খৃঃ অব্দের অক্টোবর মাসে চ্যাণ্ডিকানে আগমন করেন। রাজার নিকট হইতে অনুমতি পাইয় পাদরীগণ চ্যাণ্ডিকানে এক গির্জা স্থাপন করেন, এবং তাহাই বাঙ্গলার সর্বপ্রথম গির্জ তাহার পর চট্টগ্রাম ও পরে ব্যাণ্ডেলে গির্জা স্থাপিত হয়। তিন গির্জাই ১৫৯৯ খৃঃ অব্দে স্থাপিত হইয়াছিল । * চ্যাণ্ডিকানের গির্জা ১৫৯৯ খৃঃ অব্দে স্থাপিত হইলেও ১৬০০ খৃঃ অব্দের ১লা জানুয়ারি তাহ সাধারণের নিকট প্রকাশু হয়। উক্ত দিবসে পাদরীগণ একটি উৎসবের অনুষ্ঠান করিয়াছিলেন, এবং তাহাও বাঙ্গলার বাঙ্গলার প্রথম গির্জা ।

  • It was the first church. in Bengal and was on this account dedicated to Jesus Christ. Chittagong was the second and Bandel the third. The last was built about this time, by a Portuguese named Villaloboo.” (Beveridge.) T: asv : I Wittsteix frétns ses» * : * fifts o “A stone over the gateway bears the date r599.” (Hunter) কিন্তু পুরাতন গির্জা ১৬৩২ খৃঃ অব্দে দগ্ধ হওয়ায় তাহার স্থলে নূতন গির্জা নির্মিত হয়।