পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ○ উৎপত্তিসম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিতে ইচ্ছা করি । কেবল যে, বাঙ্গল! দেশ বারভূইয়ার মুলুক নামে কথিত হহয় থাকে, এমন নহে, আসাম প্রদেশেও এই বারভূইয়ার উল্লেখ দেখা যায়। তদ্ব্যতীত ত্রিপুরা ও আরাকানের অধীশ্বরগণ আপনাদিগকে বারভূইয়ার অধিপতি বলিয়া ঘোষণা করিতেন । * যে বারভূইয়ার সহিত বাঙ্গল, আসাম ও আরাকান প্রভৃতির সম্বন্ধ বিজড়িত রহিয়াছে, তাহার উৎপত্তির বিষয় আলোচনা করা যে অবগু কৰ্ত্তব্য, সে বিষয়ে সন্দেহ নাই। সেইজন্য আমরা প্রথমে বারভূইয়ার উৎপত্তিসম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হইতেছি। প্রাচীন কালে বিজিগীষু রাজা, তাহার শত্র এবং তঁহাদের পরম্পরের মধ্যে ও নিকটে অবস্থিত, রাজাদিগকে লইয়া একটি মণ্ডল কল্পনা করা হইত, উক্ত মণ্ডলে দ্বাদশ জন নৃপতি থাকিতেন। † ক্রমে ক্রমে র্তাহীদের স্থানে এক এক রাজার অধীন দ্বাদশ জন সমস্ত নিয়োগের ব্যবস্থা হয়। রাজপুতানা প্রভৃতি স্থানে তাহাই দৃষ্ট হয়। বাঙ্গলার বারভূইয়া সম্বন্ধে এইরূপ স্থিব হয় যে, পালরাজগণের উৎপত্তি । The mud forts entered on Rennel's map on the banks of the Rabanabad or Goolaceper t vel do not e\ist now-a days.” (Proceedings of the Asiatic Society of Bengal, December 1 108.)

  • “The kings of Aracan and Commillah were constantly striving for the mastery, and the former even conquered the greatest part of Bengal. Hence to this day they assume the title of Lord of the twelve Bhuoiyas, bhatties, or principalities of Bengal.”— Wilford ; Ancient Geography of India. vol XIV. of Asiatic Researches. P. 451.

+ মধ্যমস্ত প্রচারঞ্চ বিজিগীষোশ্চ চেষ্টিতং । এতা: প্রকৃতয়ে মূলং মণ্ডলন্ত সমাসতঃ । উদাসীনপ্রচারঞ্চ শত্রেীশ্চৈব প্রযত্নতঃ ৷ অষ্টে চান্তীঃ সমাখ্যাত দ্বাদশৈব তু তঃস্মৃতীঃ ॥ মনুসংহিত্যু: ৭ম অধ্যায়।