পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5) তেছে, কিম্বা কোন স্থানে যাইতেছে, কিম্বা হইতে পারে সে নিদ্রিত আছে, তাহাকে জাগাইত্ত্বে হয়। পরে তাহার। উচ্চৈঃস্বরে ডাকিল, এব^ আপনাদের ব্যবহারানুসারে রক্তের সোত বহন পর্যন্ত আপনাদিগেতে ছুরিকা ও অস্ত্রাঘাত করল। এব^ মধ্যাহ্নকাল উত্তীর্ণ হইলে সন্ধ্যার বলিদান পর্যন্তও তাহার প্রলাপ কহিল, তথাপি আকাশবাণী কি উত্তরদায়ী কিম্বী মনোযোগকারী উপস্থিত হইল না। পরে এলিয় তাবৎ লোককে কহিল, আমার নিকটে আইস ; তাহাতে তাবৎ লোক তাহার নিকটে গেলে "সে পরমেশ্বরের ভগ্ন ৰেদি প্রস্তুত করিল । এব°N পরমেশ্বর যে যাকুরকে কহিয়াছিলেন, তোমার নাম ইতুয়েল থাকিবে, তাহার সন্তানদের বণশের স^খ্যানুসারে এলিয় দ্বাদশ প্রস্তুর গ্রহণ করিল। ঐ প্রস্রদ্বারা পরমেশ্বরের নামে এক যজ্ঞবেদি নিযুণি করিল, এব° বেদির চতুদিগে দুই মোন বীজ ধরে, এমত এক পরিখা খুদিল । পরে সে কাষ্ঠ সাজাইরা বলদকে কাটিয়া খণ্ড ২ করিল ও কাষ্ঠের উপরে রাথিয় কহিল, চারি পাত্র জলপূর্ণ কর, ও হব্যের উপরে ও কাষ্ঠের উপরে তাহ ঢাল । পরে এলিয় কহিল, দ্বিতীয় বার তাহ কর ; তাহাতে তাহারণ দ্বিতীয় বার তাহা করিল ; পরে সে কহিল, তৃতীয় বার তাহা কর ; তাহাতে তাহার তৃতীয় বার তাহা করিল। তাহাতে বেদির চতুদিগে জল গেল, এৰণ ঐ জলেতে থাত পরিপূর্ণ হইল। এৰ সন্ধ্যাকালের বলিদান সময়ে এলিয় ভবিষ্যদ্বক্তা নিকটে আসিয়া কহিল, হে ইব্রাহীমের