পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo য়েলের ঈশ্বর ও আমি তোমার দাস ; তোমার বাক্যদ্বার। এই সকল কৰ্ম্ম করিতেছি, ইহা অদ্য সকলে জ্ঞাত হউক । হে পরমেশ্বর, অামার কথা শুন, আমার কথা শুন ; তুমি পরমেশ্বর যে প্রভু, ইহা এই লোকের জ্ঞাত হউক, ও তাহাদের মন পরিবত্তন কর । তখন পরমেশ্বরহক্টতে আমি পতিত হক্টর হর্য ও কাষ্ঠ ও প্রস্তুর ও ধূলি দগ্ধ করিল, ও পরিখাস্থিত জলও শুয়ু করিল। তখন ইহা দেথিয় তাবৎ লোক ভূমিষ্ঠ হইয়া পুণাম করিল, এব^ পরমেশ্বর যিনি তিনিই প্রভু, পরমেশ্বর যিনি তিনিই প্রভূ, এই কথা কহিল | ১ ~ ° ৪ অগTায় । আপন অপমানকারিদিগকে শাস্তি দিতে প্রতিমার অক্ষমতাসূচক গিদিয়োনের উপাখ্যান। পরে গিদিয়োন সে স্থানে পরমেশ্বরের উদেশে এক বেদি নিৰ্ম্মাণ করিয়া, তাহার নাম যিহোবা-শালোম (পরমেশ্বর মঙ্গল করেন) রাখিল ; তাহ অবৗয়েমুীয়দের অকুতে অদ্যাপি আছে। পরে সেই রাত্রিতে পরমেশ্বর তাহাকে কহিলেন, তুমি আপন পিতার সাত বৎসর বয়স্ক যুব বলদকে এব^ দ্বিতীয় বলদকে লইয়া তোমার পিতার বাল দেবের যে বেদি আছে, তাহ ভয় কর ও তাহার নিকটস্থ চৈত্যবৃক্ষ ছেদন কর ; এবণ এই দৃঢ় পৰ্ব্বতের শৃঙ্গে নিরূপিত - : 11 ఫిy; : h-నిన