পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX স্থানে আপন প্রভু পরমেশ্বরের উদেশে এক যজ্ঞৰেদি নিৰ্ম্মাণ কর, এব^ সেই দ্বিতীয় বলদ লইয়া তুমি যে চৈত্য বৃক্ষ ছেদন করিবা, তাহার কাষ্ঠদ্ধারা তাহা হোম করিব । তাহাতে গিদিয়োন আপনার দশ জন ভৃত্যকে সঙ্গে লইয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে তদ্রুপ করিল ; কিন্তু আপন পিতার পরিজনগণকে ও নগরস্থ লোকদিগকে ভয় করণ প্রযুক্ত তাহ দিবসে করিতে না পারিলে রাত্রিতে করিলা অপর নগরস্থ লোকের প্রত্যুষে উঠিলে বালের বেদি ভগ্ন"হইয়াছে, ও নিকটস্থ চৈতাবৃক্ষ ছিন্ন হইয়াছে, এব^ নুতন বেদির উপরে দ্বিতীয় বলদ উৎসর্গ হইয়াছে, ইহা দেখিয়া পরল্পর কহিল, এমত কৰ্ম্ম কে করিল ? পরে যত্নপূৰ্ব্বক জিজ্ঞাসিলে লোকের কহিল, যোয়াশের পুত্র গিদিয়োন ইহা করিল। তাহাতে নগরস্থ লোকেরা যোয়াশকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আন ; সে বপযোগ্য, কেননা সে বালের বেদি ভগ্ন করিল ও তাহার নিকটস্থ চৈত্যবৃক্ষ ছেদন করিল। তখন যোয়াশ আপনার প্রতিকূলে দণ্ডায়মান সমস্তকে কহিল, তোমরা কি সালের নিমিত্তে বাগযুদ্ধ করিব ও তাহাকে রক্ষা করিব ? সে জন তাহার নিমিত্তে বাগযুদ্ধ করে, এই পুভাতের সময়ে তাহার অপমৃত্যু হউক, সে যদি দেবতা হয়, তবে যে লোক তাহার বেদি ভগ্ন করিল, সে আপনি তাহার সঙ্গে যুদ্ধ করুক। অতএব যে জন বালের বেদি ভয় করিল বাল আঁপনি তাহার'সহিত যুদ্ধ করুক। ১ ১ বি। ১ ; ২৪.৩১ ।