পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ৫ অধ্যায় । আর্থীনী নগরস্থ বিদ্বানদিগের প্রতি প্রতিমা পূজার নিষেধ সূচক উপদেশ । পৌল আথীনী নগরে তাহাদের অপেক্ষ করিয়ণ খণকিতে ২ ঐ নগর পুতিমাতে পরিপূর্ণ দেথিয় উত্তপ্তচিত্ত হইতে লাগিল । তাহাতে সে ভজনালয়ে যিহুদীয় ও ভক্ত লোকদের সহিত, এব^ হাটে যাহাড়ের ২ দেখা পাইল, তাহাদের সঙ্গে পুতি দিন বিচার করিতে লাগিল। কিন্তু ইপিকুরেয় ও স্তোয়িকীয় মতাবলম্বী কএক জন জ্ঞানী তাহার সহিত বিবাদ করিল। তাহাতে কেহ ২ কহিল, এই বাচাল কি বলিতে চাহে ? অার কেহ ২ বলিল, বোপ হয়, এ ব্যক্তি কোন বিদেশীয় দেবতাদের পুচারক হইবে ; কারণ সে যীশুর ও উত্থিতির পুসঙ্গ তাহাদের নিকটে পুচার করিয়াছিল। পরে তাহারা তাহাকে লইয়া আরেয়পাগ নামক বিচারস্থানে আনিয়া কহিল, এই যে নুতন মত তুমি প্রকাশ করিতেছ, ইহা কি প্রকার, তাহ। আমরা জানিতে প্রয়াস করি ; কেননা এই যে কথা আমাদের কর্ণগোচর করিতেছ, ইহা অসম্ভব ; ইহার ভাবার্থ কি, তাহা আমরা জানিতে বাঞ্ছা করি। ঐ আথানী নগরনিবাসি ও পুবাসি লোকেরা কেবল কোন নুতন কথা শ্রবণ কিম্বা পুচার করিতে ২ কাল যাপন করিত। অপর পৌল আরেয়পাগের মধ্যস্থলে দাড়াইয়। এই কথা কহিতে লাগিল, হে অৰ্থানীয় লোকেরা, তোমরা সৰ্ব্বতোভাবে দেবপূজাতে আসক্ত, ইহা অামি প্রত্যক্ষ