পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ স্থায়ী রাজা; তাহার ক্রোধে পৃথিবী কম্লান্বিত হয়, এবণ দেশীয় লোকেরা তাহার কোপ সহ্য করিতে পারে না। ১ ৮ অধ্যায় । পরমেশ্বরেরই সেবার নিমিত্তে মনুষের সৃষ্টি হই য়াছে, তাহা প্রতিমা পূজার জন্যে নয়, প্রতিমা পূজা মনুষ্ণুের পতিতাবস্থার কার্য। আদমের বNশাবলির বিবরণ, যে দিনে ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে আপন সাদৃশ্যে তাহার সৃষ্টি করিলেম ; স্ত্রী ও পুরুষ করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন। এব° সেই দিনে তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিয়া আদম (অর্থাৎ মনুষ্য) এই নাম দিলেন। ২ পরে প্রভু পরমেশ্বর আদমকে লইয়া এক উদ্যানের কৰ্ম্ম ও তাহার রক্ষণ করিতে নিযুক্ত করিলেন। এৰ প্ৰভু পরমেশ্বর তাহাকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও ; কিন্তু সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না,কেননা যে দিনে তাহা ভোজন করিব, সেই দিনে নিতান্ত মুরিবা । ৩ (পরমেশ্বর কহিলেন ), আমি আপনার নিমিত্তে এই লোকদিগকে সৃষ্টি করিয়াছি, ইহারা আমার মহিমা প্রকাশ করিবে । ৪ যাহারা আমার নামে বিখ্যাত হয়, তাহারা আমার - -, --, -------- ১ যির ১ , ১• অ ৫ ১,২, ৩ আ ২; ১৫-১৭। ৪ যিশ ৪৩ ; ২১ ।