পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 মহিমা প্রকাশার্থে আমাকর্তৃক সৃষ্ট ও নির্মিত ও কৃত হইয়াছে । ১ Y তথাপি মানুষ সম্ভান্ত হইয়া থাকিল না, কিন্তু বিনাশ্য পশুবৎ হইল। তাহাদের এমত গতিতে অজ্ঞানত হইলেও তাহাদের সন্তানেরা তাহাদের বাক্যই ভাল বাসে। ২ দেখ, ঈশ্বর সরলভাবে মনুষ্যকে সৃষ্টি করিয়াছেন, কিন্তু তাহারা অনেক কুকল্পনা অম্বেষণ করিয়াছে। ৩ (প্রথম) নারী (পরমেশ্বর কর্তৃক নিষিদ্ধ) বৃক্ষকে সুদৃশ্য ও সুখাদ্য ও জ্ঞান প্রদানার্থে বাঞ্ছনীয় জানিয়া, তাহার ফল পাড়িয়া ভোজন করিল, এব^ আপন স্বামিকে দলে সেও ভোজন করিল। ৪ (তাহাতে) তোমার আদিপিতা পাপ করিয়াছে, ও তোমার শিক্ষকগণ আমার আজ্ঞালঞ্জন করিয়াছে। ৫ হে আকাশমণ্ডল, গুন ; হে পৃথিবি শ্রবণ কর ; পরমেশ্বর কহিতেছেন ; আমি সন্তানদিগকে প্রতিপালন ও ভরণপোষণ করিয়াছি, কিন্তু তাহারা আমার অনাজ্ঞাবহ হইয়াছে। গোরু আপন স্বামিকে ও গর্দভ আপন প্রভুর দত্ত খাদ্য পাত্রকে জানে, কিন্তু ইয়ায়েল ব^শ আমাকে জানে না, ও আমার লোক বিবেচনা করে না। আহ। পাপিষ্ঠ বsশও অধৰ্ম্ম ভারগ্রস্ত লোক ও কুকস্মির্বর্গ ও সৎপথত্যাগি সন্তানগণ ! তোমরা পরমেশ্বরকে ত্যাগকরিয়াছ, ও ইসুয়েলের ধৰ্ম্মম্বরূপকে ক্রুদ্ধ করিয়াছ, ও তাহাহইতে পরাম্ভথ হইয়াছ | ৬ ১ বিশ ৪০ নং গী ৪৯; ১২,১৩। শুভ ৭; ৯T৪ আ s;s 3. a शि* 8० ? २१ । ७ शिल > ; २-8 ।