পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ পরমেশ্বর কহেন, হে আকাশমণ্ডল, এতদ্বিষয়ে চমৎকৃত হও, ও অতিশয় ভীত হও ও অতিশয় কল্পবান হও। কেননা আমার লোকেরা দুই দোষ করিয়াছে ; অমৃত জলের উনুইস্বরূপ যে আমি, আমাকে ত্যাগ করিয়াছে, অধিকন্তু আপনাদের নিমিত্তে সছিদু ও জলধারণে অশক্ত সরোবর খুদিয়াছে। যাহারা বৃক্ষকে বলে, তুমি আমার পিতা, ও প্রস্তরকে বলে, তুমি শুমার-জননী, তাহারা আমার প্রতি অভিমুখ না হইয়া নিতান্ত বিমুখ হইয়াছে। ১ ৯ অধ্যায় । প্রতিমা পূজা পরমেশ্বরের অতি ঘূণাৰ্ছ বিষষ। • পরে যিহুদা বণশ পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল ; তাহারা অধিক পাপ করিয়া আপন পূৰ্ব্বপুরুষদের অপেক্ষ ঙাহাকে জুদ্ধ করিল। কারণ তাহারাও প্রত্যেক উচ্চপৰ্ব্বতে ও প্রত্যেক হরিত বৃক্ষের তলে আপনাদের জন্যে উচ্চস্থান ও প্রতিমা ও চৈত্য বৃক্ষ স্থাপন করিল। ২. (সেখানুে) তাঁহার প্রতিমা সেবা করিলে সেই কৰ্ম্ম তাহাদের ফাদস্বরূপ হইল। ফলত তাহারা আপনং পুত্র > बिङ्ग २ ; २२,२२,११ । २ । २ ज्ञ1 २8 ? २२, २० ।।