পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५ ॐ কন্যাগণকে দেবতাদের উদেশে বলিদান করিল ; এব^ নিৰ্দ্দোমদের রক্ত অর্থাৎ কিনানীয় দেবতাদের উদেশে বলীকৃত আপনাদের পুত্র কন্যাদের রক্ত পাত করিল ; তাহাতে সেই রক্তদ্বারা তাহাদের দেশ অশুচি হইল । এবণ সেই কৰ্ম্মে তাহারাও অপবিত্র হইল ড্রবণ কদাচারেতে ব্যভিচার করিল। তাহাতে আপন লোকদের মধ্যে পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইলে তিনি আপন অধিকারকে ঘৃণা করিলেন । ১ অপর তাহারণ অন্য দেশীয় দেবগণের পূজা করিয়া র্তাহাকে ক্রুদ্ধ করিল, ও ঘৃণাৰ্ছ ক্রিয় করিয়া তাহার ক্রোধ জন্মাইল। এব^ তাহারা ঈশ্বরের উদেশে বলিদান না করিয়া পূৰ্ব্বে যে দেবগণকে জানিত না অর্থাৎ তোমাদের পূৰ্ব্বপুরুষেরা যাহাদিগকে ভয় করে নাই, এমত আধুনিক ও নিকটবর্তি স্থানহইতে উপস্থিত দেবগণের উদেশে হোম করিল। ২ এমত দেখিয়া পরমেশ্বর আপন পুত্র ও কন্যাদের প্রতি অসন্তুষ্ট হইয়া ঘৃণা করিয়া কহিলেন, আমি তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদিত করিব ; তাহাতে তাহাদের শেষ কি ঘটিবে, তাহা আমি দেখিব ; কেমন তাহারা সবণশে বিপথগামী, ও সকুলে বিশ্বাসহীন । তাহারা অনীশ্বরদ্বারা আমার ক্ৰোধ জন্মায়, ও আপন ২ বিগ্ৰহদ্বারা আমাকে কোপান্বিত করে ; এব^ আমিও অগণ্য লোকের দ্বারা তাহাদিগকে উত্তাপযুক্ত করিব, ও বাতুল জাতিদ্বারা তাহাদিগকে ক্রোধাম্বিত করিব । ৩ ১ গী ১৭ ৬; ৩৬-৪৭ ২ fছ ৩২ ; ১৬,১৭, ৩ দ্বি ৩২ ; ১৯,২১।