পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতএব যে সকল লোক প্রতিমা পূজা করে ও পুস্তুলিকাতে শ্লাঘা করে, তাহারা লজ্জিত হইবে। ১ পরমেশ্বর ইস্রায়েলদিগকে আজ্ঞা করিলেন তোমরা তাহাদের খোদিত প্রতিমাগণকে অগ্নিতে দগ্ধ করিব, এবপ\ তোমরা যেন ফাদগ্ৰস্ত না হও, এই জন্যে তাহাদের গাত্রীয় রৌপ্য কি স্বর্ণের প্রতি লোভ করিব না, ও আপনাদের জন্যে তাহ গ্রহণ করিব না, কেননা তাহা তোমাদের প্রভূ, পরমেশ্বরের ঘৃণাস্ত্ৰ বস্তু। আর তোমরা যেন তাহদের মত নিমূলে উচ্ছিন্ন না হও, এই জন্যে সেই ঘৃণাহ বস্তু আপন ২ গৃহে স্থানিবা না, ও তাহাদের নিমূলে উচ্ছিন্ন হওন প্রযুক্ত তাহাদিগকে অতিশয় ঘৃণা করিবাও অতিশয় তুচ্ছ করিব। ২ তাহার পরে লেৰীয় লোকেরা ইসুয়েলের সমস্ত ব^শকে এই কথা উচ্চৈঃস্বরে কহিবে । যে মনুষ্য পরমেশ্বরের ঘৃণিত বস্তু অর্থাৎ শিল্পকরের হস্তুনিৰ্ম্মিত কোন থোদিত ও ছাচে ঢালা • প্রতিমা নিৰ্ম্মাণ করিয়া গুপ্ত স্থানে স্থাপন করে, সে শাপগ্রস্তু; তাহাতে সমস্ত লোক সায় দিয়া ‘এমন হউক কহিবে । ৩ এব^ যে ব্যভিচারী, কি লম্নট, কি দেবপূজকের মধ্যে গণিত লোভী, ইহাদের গ্রীষ্টের অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কোন অধিকার নাই, ইহা তোমরা জ্ঞাত আছ। অতএব সাবধান অনর্থক বাক্যে কেহ তোমাদিগের ভুান্তি ন৷ জন্মাউক, কেননা তাদৃশ কুকৰ্ম্মপ্রযুক্ত অনাজ্ঞাবহ লোকেরা ঈশ্বরের লেখপাত্ৰ হয়। ৪ ১ গী৯৭ ; ৭। ২ দ্বি ৭ ; ২৫,২৬। ৩ দ্বি ২৭; 384 | ৪ ইফ ৫ ; ৫,৬ ৷