পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

名° ইছার বিশেষ উদাহরণ। ১ স্বর্ণ বৎসের উপাথ্যান। অনন্তর পর্বতহইতে নামিতে মূসার বিলম্ব দেখিয়া লোকেরা হারোণের নিকটে একত্র হইয় তাহাকে কহিল, উঠ, আমাদের অগ্রসর হইয়া যাইতে আমাদের নিমিত্তে দেবতা নিৰ্ম্মাণু কর, কেননা মিসৰ্বদেশহইতে আমাদিগকে বাহির করির আনিল যে মূল, তাহার কি দশ ঘটিলু, তাহা আমরা জানি না । তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি নামিয়া'যাও, কেননা তুমি মিসর্হইতে যে লোকদিগকে বাহির করিয়া আনিলা তাহারা ভুষ্ট হইয়াছে। এব^ আমি তাহাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা দিলাম, তাহাহইতে তাহার। শীতু বুহির্ভূত হইল, ফলতঃ তাহারা আপনাদের নিমিত্তে এক ছাচে ঢাল বাছুর নির্মাণ করিয়া তাহার পূজা করিল, এব^ তাহার কাছে বলিদান করিয়া কহিল, হে ইয়ায়েল ব^শ, যে দেবতা মিসৰ্বদেশহইতে তোমাকে বাহির করিয়া আনিল, লে এই। অপর পরমেশ্বর মূসাকে আরো কহিলেন, আমি এই লোকদিগকে দেখিলাম ; দেথ, ইহারণ অতিশয় অবাধ্য। অতএব তুমি ক্ষান্ত হও, আমি তাহাদের কিন্তু তোমাকে বড় জাতির মূল করিব। . তখন মূল সাক্ষরপ দুই প্রস্তর হন্তে লইয়া ফিরিয়া পৰ্ব্বতহইতে নামিল; ঐ প্রস্তরের এ পৃষ্ঠে ও পৃষ্ঠে দুই