পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8% পৃষ্ঠেই লিখিত ছিল। ঐ প্রস্তর ঈশ্বরের নিৰ্ম্মিত এব^ তাহাতে খোদিত লিখনও ঈশ্বরের লিখন। পরে লোকের। উচ্চৈঃস্বর করিলে যিহোশূয় তাহাদের কলরব শুনিয়া মূসাকে কহিল, শিবিরেতে যুদ্ধের শব্দ হইতেছে। তাহাতে সে কহিল, ইহঁ জয়ধ্বনির শব্দ নয়, এব^ পরাজয়ধ্বনির শব্দ নয়, কিন্তু আমি গানের শব্দ শুনিতেছি। পরে সে শিবিরের নিকটবৰ্ত্তী হইলে ঐ বাছুর এব^ লোকদের নৃত্য দেখিল ; তাহাতে মূসা ক্রুেধে প্ৰজ্বলিত হইয় আপন হস্তুহইতে সেই দুই প্রস্তরঙ্কলিয়া দিয়া পৰ্ব্বতের তলে তাহা ভাঙ্গিল । এব^ তাহাদের নিৰ্ম্মিত বাছুর লইয়া অমিতে দগ্ধ করিল, এব^ তাহ ধূলিরূপ পিষিয়া জলে ছড়াইয়া ইসুয়েল বণশকে পান করাইল। পরে মূসা হারোকে কহিল, এই লোকের তোমার প্রতি কি করিল ? তুমি ইহাদিগকে কেন এত পাপ করাইলা ? তাহাতে হারো কহিল, হে প্রভো, ক্রোধ প্রজ্বলিত করিও না ; এই লোকেরা দুষ্টতাতে আসক্ত, তাহা অাপনি জ্ঞাত আছেন । ইহারা আমাকে কহিল, আমাদের অগ্রসর হইতে আমাদের নিমিত্তে দেবতা নিৰ্ম্মাণ কর কেননা মিসৰ্বদেশহইতে আমাদিগকে বাহির করিয়া অানিল, যে মূসা তাহার কি দশ ঘটিল, তাহ আমরা জানি না। তখন আমি কহিলাম, তোমাদের যে স্বর্ণ থাকে তাই খুলিয়া দেও; তাহাতে তাহার। আমাকে তাহ দিল ; আমি ত্বাহ লইয়। আমিতে নিক্ষেপ করিলে তাহাহইতে এই বৎস নির্গত হইল" পরে মুসা লোকদের নগ্নতা দেখিল, কেননা হীরোণ