পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عوا8 তাহাদের অপমানের জন্যে তাহাদের শত্ৰুদের মধ্যে তাহাদিগকে নগ্ন করিয়াছিল। তখন মূল শিবিরের দ্বারে দাড়াইয়া কহিল, পরমেশ্বরের পক্ষে কে ? সে আমার নিকটে আঠসুক, তাহাতে লেবির সন্তানগণ তাহার নিকটে একত্র হইল। পরে সে তাহাদিগকে কহিল, ইয়ায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তোমরা প্রত্যেক জন আপন ২ উরুতে খড়গ বাধিয়া শিবিরের মধ্য দিয়া এক দ্বার অবধি অন্য দ্বার পর্য্যন্ত গন্তায়াত কর, ও প্রতি জন আপন ভাত ও মিত্র ও প্রতিবাসিকে বধ কর । তাহাতে লেবির সন্তানের মূসার বাক্যানুসারে তন্দ্রপ করিলে সেই দিনে লোকদের মধ্যে নুনাধিক তিন সহ্যু লোক মারা পড়িল | ১ ২ অহসিয় ও রাজার উপাখ্যান । এবণ আহসিয় শোমিরোণস্থিত আপন গৃহের উপরিস্থ কুঠুরীর বাতায়ন দিয়া পতিত হইয় পীড়িত হইল ; তাহাতে সে আপন দূতগণকে এই কথা কহিল, তোমরা যাইয়া আমি এই পীড়াহইতে মুক্ত হইব কি না? ইহা ইক্রোণের বাল-সিবুৰ দেবতাকে জিজ্ঞাসা কর। কিন্তু পরমেশ্বরের দৃত তিশৰীয় এলিয়কে কছিল, তুমি উটিয়া শোমিরোণের রাজার দূতগণের সহিত সক্ষাৎকারতে যাইয় তাহাদিগকে এই কথা কহ, ইসুয়েল দেশে কি ঈশ্বর নাই ? এই জন্যে তোমরা ইক্রোণের দেবতা বালসিয়ুবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ? পর ১ যা ৩২ ; ১ এবং ৭-১০ এবং ১৫ ; ২৪ ।