পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఫె মেশ্বর এই কথা কহেন, তুমি যে শয্যাগত হইয়াছ, তাহাহইতে উটিতে পারিব না, অবশ্য’মরিব ; তাহাতে এলিয় প্রস্থান করিল। পরে দূতগণ ফিরিয়া রাজার নিকটে আইলে সে জিজ্ঞাসা করিল, তোমরা কেন ফিরিয়া আইলা ? তাহারণ উত্তর করিল, এক জন আসিয়া আমাদের সহিত সাক্ষাৎ করিয়া কহিল, যে রাজা তোমাদিগকে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছে তাহাকে কহ, পরমেশ্বর কহিতেছেন তুমি যে শয্যাগত হইয়াছ, তাহাহইতে উঠতে পারিবা না, অবশ্য মরিব । পরে সে এলিয় প্রমুথাৎ পরমেশ্বরের বাক্যানুসারে মরিল | ১ ৩ হেরোদ রাজার উপাথ্যান। অপর সোর ও সীদোন দেশীয় লোকদের প্রতি হেরোদ রাজা অতি ক্রুদ্ধ হইয়াছিল, কিন্তু তাহার একপরামর্শে তাহার নিকটে উপস্থিত হইয়া ব্লাষ্ট নামক তাহার বস্ত্ৰগৃহাধ্যক্ষকে সহায় করিয়া হেরোদের সহিত সন্ধি প্রার্থনা করিল, কেননা রাজার দেশদ্বারা তাহাদের দেশের ভরণ পোষণ হইত। অতএব এক নিরূপিত দিবলে হেরোদ রাজবন্ত্র পরিধান পূৰ্ব্বক সিAহাসনে বসিয়া তাহাদের প্রতি কথা প্রস্তাব করিল, তাহাতে লোকের উচ্চৈঃস্বরে উত্তর করিল, এ মানুষের রব নহে, দেবতার রব। কিন্তু হেরোদ ঈশ্বরের সম্মান করিল না, এই জন্যে ১ । ২ রা ১ ; ২-১ এব^ ১৭ ।