পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ করিয়। তাহার প্রতি ফিরিবে, ও অন্যান্য দেশীয় তাবৎ জাতির তাহার সাক্ষাতে ভজনা করিৰে। যেহেতুক রাজ্য পরমেশ্বরের আছে, ও তিনি দেশীয়দের মধ্যে কর্তৃত্ব করেন। ১ এবং সূর্য্যের উদয়াচল অবধি অন্তাচল পৰ্য্যন্ত অন্যদেশীয়দের মধ্যে আমার নাম গৌরবাস্থিত হক্টৰে, ও প্রত্যেক স্থানে আমার নামের উদেশে ধূপ ও পবিত্র নৈবেদ্য উৎসৃষ্ট হইবে ; সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, অন্যদেশীয়দের মধ্যে আমার নাম গৌরবান্বিত হইবে । ২. শেষকালে এইরূপ ঘটনা হইৰে ; পরমেশ্বরের গৃহের পৰ্ব্বত পৰ্ব্বতগণের শিখরের উপরে স্থাপিত হইবে ও উপপৰ্ব্বতহইতেও উচ্চীকৃত হইবে ; তাহাতে তাবৎদেশীয় লোক সোতের ন্যায় তাহার প্রতি ধাবমান হইবে। এবণ স্বাক্টতে ২ অনেক ২ জাতি কহিবে, ‘আইস, আমরা পরমেশ্বরের পল্লতে, অর্থাৎ যাকুবের ঈশ্বরের মন্দিরে গমন করি ; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন তাহাতে আমরা তাহার মার্গে গমন করিব ? কেননা সিয়োন হইতে শাস্ত্র ও মিরশালমহইতে পরমেশ্বরের বাক্য নির্গত হইবে । এব^ তিনি অন্যদেশীয়দের বিচার করিবেন, এব^ অনেক ২ লোককে অনুযোগ করিবেন, তাহাতে তাহারণ অাপন ২ খড়গ ভাঙ্গিয় লাঙ্গলের ফাল নিৰ্ম্মাণ করিবে, ও বড়শী ভাঙ্গিয় কাস্থ্য গড়িবে, এবণ এক দেশীয় লোক অন্য দেশীয়দের বিপরীতে খড়গ চালন করিবে না, তাহারা আর যুদ্ধ শুিথিবে না। ৩ --س-سسپ۔

  • श्री २२ ; २१,९v । २ ग्रव्न > ; २२ ! ० मि- २ ; २-8 ।