পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৩ ১৭ অধ্যায় । প্রতিমাদি পরিতfাগ করিয়া সত্য পরমেশ্বরের সেবা করিতে পৌত্তলিকদের প্রতি উপদেশ । তখন তাহারা জিজ্ঞাসিল, ঈশ্বরের অভিমত কৰ্ম্ম করিতে অামাদের কি করণ কর্তব্য ? তাহাতে যীশু উত্তর করিলেন, ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন, তাহাতে বিশ্বাস করা, এই ঈশ্বরের অভিমত কৰ্ম্ম। ১ প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা মন ফিরাও, ও আপনাদের দেবগণহইতে ফির ও আপনাদের তাবৎ ঘৃণাহ কৰ্ম্মহইতে বিমুর্থ হও । ২ * আর সেই পূৰ্ব্বকালীয় অজ্ঞানতার প্রতি ঈশ্বর দৃষ্টি না করিয়া এখন সৰ্ব্বত্র সকলকে মনঃপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন; যেহেতুক আপন নিযোজিত এক পুরুষদ্বারা যে দিনে তিনি ন্যায়েতে পৃথিীস্থ তাবৎ লোকের বিচার করিবেন এমন এক দিন নিরূপণ করিয়াছেন, আর তাহাকে কবরহইতে উত্থিত করাতে তদ্বিষয়ে সকলের নিকটে প্রমাণ দিয়াছেন। ৩ . হে পৃথিবীর অন্তস্থিত লোক সকল, আমার প্রতি দৃষ্টি কুরিয়া পরিত্রাণ পাও, কেননা আমিই ঈশ্বর, আমা ব্যতিরেকে আর কেহ নাই । আমি আপন নাম লইয়। শপথ কুরি, এব৯ আমার মুখহইতে সত্য অমোঘ বাক্য নির্গত হয় ; আমুর কাছে প্রত্যেক জন হাটু পাতিবে, ও ১ মে ৬, ২৮,১৯ । ২ যিন্তি ১৪ ; ৬ ৩ প্রে ১৭ ; ১৭,৩১ ।