পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8 জিহ্লাদ্বার শপথ করিয়া এই কথা কহিবে, কেবল পরমেশ্বরেতে আমার ধৰ্ম্ম ও শক্তি আছে ; এবণ যাহার। তাহার প্রতি বিরক্ত হইয়াছিল, তাহারা আসিয়া লজ্জিত হইবে । কিন্তু ইসুযেলের তাবৎ বণশ পরমেশ্বরের দ্বারা পূণ্যবান গণিত হইবে, ও তাহার গুণের প্রশংসা করিবে । ১ . এখন তোমরা পরমেশ্বরকে ভয় কর, এবণ সরল অন্তঃকরণে ও সত্যতাতে র্তাহার সেবা কর, এৰণ তোমাদের পূৰ্ব্বপুরুষের মহানদীর ওপারে ও মিসরে যে দেবগণের সেবা করিল, তাহাদিগকে দূর করিয়া পরমেশ্বরের সেবা কর । ২ t - তখন তোমাদের উপরে নিৰ্ম্মল জল ছিটাইয়া দিব, তাহাতে তোমরা নিৰ্ম্মল হইবা ; আমি তোমাদের তাবৎ মল ও প্রতিমাহইতে তোমাদিগকে পরিস্কৃত করিব। এব৯ তোমাদিগকে এক নুতন অন্তঃকরণ দিব, ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব,ও তোমাদের মা^সের মধ্যহইতে প্রস্তরময় অন্তঃকরণ লইয়া মা^সময় অন্তঃকরণ দিব । ও তোমাদের অন্তরে আপন আত্মাকে স্থাপন করিব ও তোমাদিগকে আপন ব্যবস্থাপথে চালাইব ; তোমরা আমার আজ্ঞা মানিয় তাহ পালন করিবা । ৩ r অদ্বিতীয় সত্য ঈশ্বর যে তুমি, আর তোমার প্রেরিত যীশু খ্ৰীষ্ট এই উভয়ের পরিচয় পাইলে অনন্ত পরমায়ু হয়। ৪ ১ যিশ ৪৫; ২১-২৫ । ২ মি ২৪, ১৪ । ১ীযহি ৩১; ২৫-২৭। ৪ যে ১৭ ; ও ।