পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశ్రి ভূমি ঈশ্বরের সহিত পরিচিত হইয়া শান্ত হও, তাহাতে তোমার মঙ্গল হইবে। ১ ' পরমেশ্বর দয়াময় ও অনুগ্রাহক এব^ ক্ৰোধেতে ধীর ও অনুগ্ৰহেতে মহান। তিনি নিরন্তর ক্রোধ করেন না ও সৰ্ব্বদা অনুর্যোগ করেন না । তিনি আমাদের অপরাধানুসারে প্রতিফল ও পাপানুসারে দণ্ড করেন না। ২ যে সময়ে পরমেশ্বরকে পাওয়া যাইতে পারে, এমন সময়ে তাহার অন্বেষণ কর ; ও তিনি নিকটে থাকিতে র্তাহার কাছে প্রার্থনা কর। পাপি লোক আপন আচরণ ও অধাৰ্ম্মিক লোক আপন মনের সম্প্রকল্প ত্যাগ করিয়া পরমেশ্বরের প্রতি ফিরুক, তাহাতে তিনি তাহার প্রতি দয়া করিবেন ; আমাদের ঈশ্বরের প্রতি ফিরুক, কেননা তিনি অতিশয় ক্ষমাবান। পরমেশ্বর কছেন, আমার মনের স^কল্প তোমাদের সAকল্পের তুল্য নয়, এব^ তোমাদের পথও অামার পথের মত নয় । পৃথিবীহইতে আকাশমণ্ডল যেমন উচ্চ, তোমাদের পথহইতে আমার পথ তদ্ধপ উচ্চ, এবণ তোমাদের মনের সঙ্কল্পহইতে আমার সঙ্কল্প তদ্রুপ (উন্নত ) হয় । ৩ ১৮ অধ্যায় । মনুষ্যদের অদ্বিতীয় ত্ৰাণকৰ্ত্ত যে যীশু খ্ৰীষ্ট - তাহারই কথা । দেখ, এক রাজা ধৰ্ম্মেত্ত্বে রাজত্ব করবেন, ও অধ্যক্ষা ব্যায়েতে শাসন করবে। যেমন বড়েতে আচ্ছাদন ও ১ যুব २२ ? २२ ।। ২ গ্ৰী ১-৩ ; ৮-১• । গু যিশ ৫৫ ; ৬-১।