পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইয়া উঠিল। সিংহাসনটি ক্রমে সভার একপ্রান্তে, যেখানে ভরত কুশাসনের উপর উপবিষ্ট ছিলেন, সেখানে আনিয়া রাখা হইল। ভরত সসন্ত্রমে উঠিয়া সিংহাসনের সন্মুখে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। অমনি সভাঙ্গনের সহস্ৰকণ্ঠে ধ্বনিত হইল, “জয় শ্ৰীশ্ৰীগড়মের জয়” । তারপর রাজপুরোহিত মহাশয় উঠিয়া সিংহাসনের নিকটে গিয়া খড়মের উপর বহুমূল্য কিংখাবের আবরণখানি উত্তোলন করিলেন। করিয়াই তিনি একটা বিরাট চীৎকার করিয়া মূচ্ছিত হইয়া পড়িলেন। সকলে ব্যস্ত হইয়া উঠিল, “কি হইল কি হইল” শব্দে সভা পূর্ণ হইয়া উঠিল। ভরত তাড়াতাড়ি সিংহাসনের নিকটে গিয়া যাহা দেখিলেন, তাহাতে তিনিও “কা হতোস্মি’ বলিয়া অজ্ঞান হইয়া পড়িলেন। তাহ দেগিয়া কয়েকজন নিকটবৰ্ত্তীর্ণ সভাসদ উঠিয়া সিংহাসনের নিকটে ছুটিয়া গেলেন। গিয়া দেখিলেন স্বর্ণসিংহাসনের বক্ষে যে স্থলে রামের খড়ম-জোড়াটি সতত রক্ষিত হয়, সে স্থলে রহিয়াছে মাত্র এক পাটি খড়ম | অতি তীব্ৰবেগে এই দুঃসংবাদ সভায় ছড়াইয়া পড়িল । সকলে কপালে করাঘাত করিতে থাকে আর শুধু “হায় কায়” বলিয়া আৰ্ত্তনাদ করে। কিয়ংকাল এইরূপে কাটিবার পর ভরতের জ্ঞান হইল । তিনি উঠিয়াই বলিলেন, "খড়মের অপমান রাজদ্রোহ । খড়মের এক পাটি অপহরণ, রাজশক্তিতে হস্তক্ষেপের চেষ্টা । এ ভীষণ রাজদ্রোহের প্রতিকার চাই, উচ্ছেদ চাই, ইহাকে সমূলে উৎপাটিত করা চাই ।” - সভাস্থ সকলে বলিল, “সাধু সাধু উৎপাটিত করা 5झे-हें ।* ভরত প্রথমতঃ আদেশ করিলেন যে, খড়মের সেবায় যত লোক নিযুক্ত আছে সকলকে তাহার নিকট উপস্থিত করিতে। সকলে উপস্থিত হইল এবং ভরতের প্রধান শান্তিসচিব (পুলিশ কমিশনার) তাহাদিগকে বিশেষ জেরা করিলেন । জেরায় দেখা গেল যে, যদিও কেহ খড়ম অপহৃত হইতে দেখে নাই তবুও শুধু খড়ম অপহৃত হয় নাই, এরূপ প্রমাণ আছে। খড়মের প্রসাদ যে প্রত্যহ ভোগের পর লইয়া যাইত, সেই ভূত্য বলিল যে, সেইদিন । প্রাতে ভোগের বাসনপত্র পরিষ্কার করিতে গিয়া সে দেখিল যে, একটি স্বর্ণময় থালিকা কম রহিয়াছে । তদ্ব্যতীত ভোগের ফলমূল পায়সার প্রভৃতিও ইতস্তত বিক্ষিপ্ত অৰস্থায় রহিয়াছে। পাছে তাহাকেই চোর বলিয়া সন্দেহ করা হয়, সেই ভয়ে সে এই সকল কথা পুৰ্ব্বে বলে নাই। ভরত এ সকল কথা হইতে কিছু বুঝিতে পারিলেন না। সেইজন্ত আদেশ দিলেন, “রাজদ্রোহের মূল গভীর এবং একটা যে বিরাট ষড়যন্ত্র এই রাজদ্রোহের মূলে আছে তাহা নিঃসন্দেহ। এই ষড়যন্ত্র ধরিবার জন্য বিশেষ চেষ্ট৷ সিডিশন AM AMAAASA SSASAS SSAS SSAS SSAS S S AAAAA AAAA AAAA AAAA AAAA SAA AA ASAA AA ASASASA AAA ভয়ঙ্কর ও নিৰ্ম্মম। 8ዓዊ SAAAAAA AAAA SAAAAASA SAAAAS AAAAA AAAA AAAA AAAA SAAAAAS অতঃপর হইবে। আপাততঃ খড়মের রাজশক্তি যে এখনও অপ্রতিহত আছে তাহার প্রমাণস্বরূপ থালিকা-অপহরণআবিষ্কারক ভূত্যের প্রাণদণ্ড এবং সিংহাসনবাহক অষ্টাদশ শূদ্রের পৃষ্ঠে একশত কষাঘাত করিতে হইবে।” সভান্থ সকলে ধষ্ঠ ধষ্ঠ করিতে লাগিল। ইহাকেই বলে রাজশক্তি ! যে রাজশক্তি কখন জাগ্রত হইয়া তীব্রবেগে প্রজার পৃষ্ঠে পতিত হয় না, সে আবার কি প্রকার রাজশক্তি ? রাজা অর্থে ইহা অবশ্ব বুঝায় যে, রাজা প্রজার মনোরঞ্জন করিয়া চলিবেন কিন্তু তাহার অপেক্ষাও রাজার অধিক কৰ্ত্তব্য, মধ্যে মধ্যে প্রজার রক্তে রাজ্যকে রঞ্জিত কর । রাজার কার্যে প্রজার জীবনের পুর্ণত লক্ষিত হইবে । তাছার মধ্যে স্বজন-পালন-সংহার এই তিনটিই পূর্ণরূপে থাকা চাই। সকলে বুঝিল, খড়মের এক পটি অপহৃত হইলেও, রাজার রাজশক্তি পূৰ্ব্বের স্থায়ই খরধার আছে। ( 8 ) অতঃপর অযোধ্যায় অরাজকতার প্রতিকারস্বরূপ যে “রাজকতার” স্বত্রপাত হইল, তাহা অরাজকতার অপেক্ষাও ভরত রাজ্যের সকল শান্তিরক্ষক রাজকৰ্ম্মচারীকে বলিয়া দিলেন যে, রাজ্যে বিদ্রোহ মাথা তুলিয়া দঁাড়াইবার চেষ্টা করিতেছে। সুতরাং সকল কৰ্ম্মচারীর কর্তব্য, যে স্থলেই অল্প রাজদ্রোহিতা দেখিতে পাইবেন সেই স্থলে তৎক্ষণাৎ কঠিন হস্তে তাহার নিপাত করা। কারণ, পাপকে বাড়িতে দিতে নাই। সপশিশুর স্তায় পাপকেও বাড়িবার পূৰ্ব্বেই বিনাশ করা, প্রয়োজন। এই উপদেশের ফলে রাজ্যের সর্বত্র রাজকৰ্ম্মচারীগণ সজাগ হইয়া উঠিলেন এবং সপের অভাবে সপশিশু বধ করিয়া কৰ্ত্তব্যপরায়ণতার পরিচয় দিতে লাগিলেন । অযোধ্যার পুৰ্ব্বসীমানায় একটি পুষ্করিণীতে দশবার জন বালক উলঙ্গ হইয়া স্নান করিতেছিল । একজন ষড়যন্ত্রাম্বেষী কৰ্ম্মচারী তাহাদিগকে ঘড়ঘন্ত্রের অভিযোগে পাকৃড়াও করিয়া আদালতে উপস্থিত করিলেন । সেখানে বিনা কষ্ট্রে প্রমাণ হইয়া গেল যে ঐ বালক-সংঘ একত্র হইয়া এক যোগে, এক প্রকার পরিচ্ছদে, কোন এক অজানা কার্য্যে লিপ্ত ছিল । ফলে তাহাদিগের উপর দশ ঘা করিয়া বেত্রাঘাতের আদেশ হইয়া গেল । অযোধ্যার রাজ-প্রাসাদের এক পাচিকীর সহিত এক ব্যক্তির প্রণয় ছিল। সে রাজ-প্রাসাদের উদ্যানে সন্দেহজনক ভাবে ঘোরা-ফেরা করিতেছিল বলিয়া ধৃত হইল । তাহার নিকট একখানা লিপি পাওরা গেল তাহ নিম্নরূপ—

  • প্রাণ-প্রতিমাস্ক, তোমা অদর্শনে প্রাণ ব্যাকুল। তুমি কি মামার প্রতি