পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>e প্রবাসী gj ש8סיכי হিন্দু বিধৰাদের শিক্ষার ব্যবস্থা করিয়া ঝাড়গ্রামে যে বিদ্যাসাগর বাণী-ভবন নির্মিত হইতেছে, তাহ বিশেষ কল্যাণকর হইবে । বিধবাদিগকে শিক্ষা দিয়া শিক্ষয়িত্রীর কাজ ও গৃহশিল্প দ্বার। আত্মনির্ভরশীল করিবার নিমিত্ত এই প্রতিষ্ঠানটি রাখিয়া, যদি সমিতি বালবিধবাদের বিবাহ দিবার স্বতন্ত্র একটি ব্যবস্থা করেন, তাহা হইলে তাহাদের বিদ্যাসাগর স্মৃতিসংরক্ষণ প্রচেষ্ট সর্বাঙ্গসম্পন্ন হইবে। যে-ষে ব্যবস্থা হইয়াছে তাহ অতীব প্রশংসনীয়। (২৬শে অগ্রহায়ণ লিখিত । ) ংলা রপ্তানী-বাণিজ্যে প্রথম, কিন্তু— বৰ্ত্তমান ১৯৩৯ সালের এপ্রিল হইতে অক্টোবর পর্য্যস্ত ৭ মাসে ভারতবর্ষের প্রদেশগুলির মধ্যে বঙ্গদেশ হইতে সব চেয়ে বেশী টাকার মাল বিদেশে রপ্তানী হইয়াছে । ঐ সাত মাসে বাংলা হইতে ৫২৬২৩২৪৩৭ টাকার, মান্দ্রাজ প্রদেশ ইইতে ২২০৬৩৭১৯২ টাকার, বোম্বাই প্রদেশ হইতে ২০১৩৪৩৩৪৩ টাকার ও সিন্ধু হইতে ৮৪৮০৮৬১৭ টাকার মালপত্র রপ্তানী হইয়াছে । কিন্তু বাংলা দেশ হইতে যে অন্ত তিনটি প্রদেশের সম্মিলিত রপ্তানী অপেক্ষাও অধিক রপ্তানী হইয়াছে, তাহার লাভটা বাঙালী কত টুকু পাইয়াছে ? এই রপ্তানী বাঙালীর নিজের জাহাজে হয় নাই, রপ্তানীকারক ব্যবসাদার ও এজেণ্ট সম্ভবতঃ এক জনও বাঙালী নহে, জাহাজে মাল বোঝাই করিবার কাজে নিযুক্ত শ্রমিকদের মধ্যে বাঙালী থাকিলে তাতার শতকরা কমসংখ্যক, এবং যে-সব জাহাজে মাল যায়, তাহাদের ভারতীয় নাবিকদের (লস্করদের ) মধ্যে বাঙালী কয় জন জানি না—অফিসার ত এক জন ও বাঙালী নহে, এবং লস্করদের মধ্যে হিন্দু বাঙালী এক জনও নাই ধরিয়া লওয়া যাইতে পারে । ইহাও মনে রাথিতে হইবে যে, বাংলার বন্দর হইতে যে-সব জিনিষ রপ্তানী হয় তাহার সবগুলা বঙ্গের নহে । তাহার মধ্যে বিহার প্রদেশের, আসাম প্রদেশের মাল আছে, এবং যুক্তপ্রদেশ ও উড়িষ্যা প্রভৃতিরও কিছু আছে । চীন-জাপান যুদ্ধ ইয়োরোপে যুদ্ধ বাধায় চীন-জাপান যুদ্ধের খবর বড়একটা আসিতেছে না। কিছু দিন আগে খবর পাওয়া গিয়াছিল বিদেশ হইতে যুদ্ধের সরঞ্জামাদি মাল পাইবার শেষ সামুদ্রিক বন্দর জাপানীদের হস্তগত হইয়াছে। তাহার পর, চীন সৈন্যেরা জাপানীদিগকে পরাস্ত করিয়াছে এরুপ দু-একটা সংবাদ আসিয়াছে। কিরূপ সৰ্ত্তে রুশিয়া চীনকে যুদ্ধের জন্য আবশ্যক মালপত্র দিতে পারে, তাহারও সংবাদ আসিয়াছে। রুশিয়ার সহিত চীনের এইরূপ সাহায্য পাইবার কি উপায় হইয়াছে, তাহ জানিতে ইচ্ছ। ইয়। কারণ, রেসুন বন্দর দিয়া চীন যত অস্ত্রশস্ত্র আমদানী করিত, এখন ব্রিটেন নিজেই ব্যতিব্যস্ত বলিয়া তাহার পরিমাণ কমিবে ; চীনকে রুশিয়ার উপরই অধিক নির্ভর করিতে হইবে । জাপান নিজেই নিজের যুদ্ধোপকরণ প্রস্তুত যতটা করিতে পারে, চীন তত এখনও পারে না । যুদ্ধে চীনের জয় আমরা চাই । নাগপুর বিশ্ববিদ্যালয়ে বন্দুক চালান শিক্ষা প্রাপ্তবয়স্ক ছাত্রদিগকে সামরিক শিক্ষা দিবার প্রস্তাব বঙ্গে অনেক বার হইয়াছে ; সেদিনও আইন-সভায় হইয়াছিল । কিন্তু প্রস্তাব গৃহীত হয় না, বা কাজে কিছু করা হয় না । অন্ত কোন কোন প্রদেশ এ-বিষয়ে এতট; উদাসীন নহে । “নাগপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাণ্টি অফ আর্টস্ স্থির করিয়াছেন যে, প্রত্যেক বি-এ, বা বি-এসসি পরীক্ষার্থীকে (পুরুষ ) বন্দুক চালনায় দক্ষতার প্রশংসাপত্র অবশু দাখিল করিতে হইবে। এই ব্যবস্থা প্রথমে নাগপুৰ্বস্থিত কলেজগুলিতে চালু করা হইবে, এবং পরে ক্রমে ক্রমে অন্যান্য শহরেও করা হইবে । এই প্রস্তাবটি এখনও একাডেমী অফ আর্টস্ ও ইউনিভারসিটি কোটের সম্মতি পায় নাই ।” ভারত । আচার্য্য রামদেব হরিদ্বার কাঙরীর গুরুকুলের প্রতিষ্ঠাত আচাৰ্য্য রামদেবের সম্প্রতি ডেরাদুনে মৃত্যু হইয়াছে। তিনি সাতিশয় ত্যাগী ও উৎসাহী শিক্ষাব্রতী ছিলেন । শিক্ষাদান