পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ দেশ বিদেশের কথা (SHS) পাবসে বোমা-আক্রমণ ইষ্টতে শিল্প-নিদর্শন রক্ষার আয়োজন-চতুর্দশ লুইর মুর্টির বর্তমান অবস্থা উপকরণই এদেশে আছে । আমাদের দেশে কয়লার খনি আছে ; তাহা হইতে আলকাতরা বাহির করিতে কোন কষ্ট নাই । বিশিষ্ট বৈজ্ঞানিক ও রাসায়নিকেরও অভাব এদেশে নাই। তাহাদের সহযোগিতায় আলকাতরা হইতে বৈজ্ঞানিক উপায়ে অমূল্য কৃত্রিম রং ও অন্যান্য প্রয়োজনীয় বস্তু উৎপন্ন করা যাইতে পারে। এই বিষয়ে সকলেরই মনোযোগ আকর্ষণ করা কর্তব্য। স্বদেশী রং প্রস্তুত হইলে এক পক্ষে যেমন রঞ্চন-শিল্প বাচিৰে তেমনই অন্য দিকে বহু ভারতীয়ের অল্পের সংস্থান হইবে। [ প্রবন্ধটি কিছুদিন পূৰ্ব্বে লিখিত বলিয়া ইহার কোন কোন তথ্য পরিবর্তিত হইয়া থাকিতে পারে। কিন্তু লেখক মহাশয়ের মূল বক্তব্য আলোচিত হইবার বিশেষ প্রয়োজন রহিয়াছে—প্রবাসীর সম্পাদক ] ঐশান্তিদেব ঘোষ শাস্তিনিকেতনের সঙ্গীত ও নৃত্যের শিক্ষক স্ত্রশাস্তিদেব ঘোষ ইতিপূৰ্ব্বে সিংহল প্রভৃতি নানা স্থানে মৃত্য শিক্ষা করিতে ও ভারতীয় নৃত্য শিক্ষা দিতে গিয়াছিলেন। সম্প্রতি তিনি এই উদেখে ব্ৰহ্মদেশ, জাভা ও বলিদ্বীপ ভ্রমণ করিয়া দেশে ফিরিয়াছেন । কয়েকটি প্রবন্ধ প্রবাসী’তে প্রকাশিত হইয়াছে । ব্ৰহ্মদেশে অবস্থানকালে তিনি তথাকার জাভা ও বলিদ্বীপের নৃত্যগীত সম্বন্ধে তাহার পোয়ে নৃত্য আলোচনা করেন ও তথায় ভারতীয় নৃত্য ও রবীন্দ্র-সঙ্গীতের আয়োজন করেন । জাভাহে যোগ্যকৰ্ত্ত। শহরে তিনি বিশিষ্ট্র অতিথিরূপে অবস্থান করিয়া তথাকার শ্রেষ্ঠ নৃত্যুকরদের নৃত্যকলার পর্য্যালোচনা করেন। বলিদ্বীপেও তিনি অমুরূপ সুযোগ লাভ করেন। এই দুই দেশের সর্বত্রই তিনি ভারতীয় হিন্দুরূপে বিশেষ প্রীতিলাভ করিয়াছিলেন । এই দুই দেশে শাস্তিনিকেতন, শ্রীনিকেতন ও রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকগুলি বক্তৃতা ও আলাপ-আলোচনাও র্তাহাকে করিতে হইয়াছিল। শ্ৰীৰূপেন্দ্রনাথ দত্ত শ্রীনুপেন্দ্রনাথ দত্ত প্রায় চার বৎসর টোকিওতে অবস্থান করিয়া সম্প্রতি স্বদেশে প্রত্যাবর্তন করিয়াছেন । তিনি তথায় ‘আটস অ্যাণ্ড টেকনোকোলজি স্কুলে দুই বৎসর শিক্ষা লাভ করেন এবং এক বৎসর টোকিওর মিতসুকোশি ডিপার্টমেণ্ট ঃোসে হাতে-কলমে শিক্ষালাভ করেন । তিনি তথাকার ভারতীয় ছাত্র সমিতির সম্পাদক ছিলেন। জাপান গবর্ণমেণ্টের