পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مياهونا ●यांजौ Seg\, ও ইংরেজী মন্তব্য কাৰ্য্যতঃ বিবেচনার অযোগ্য মনে করিয়া থাকিলেও, সে বিষয়েও মতভেদ আছে। কিন্তু এই উভয়বিধ মতভেদ স্বাধীনতাকে ও স্বাধীনতা লাভের নিমিত্ত প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকে বিন্দুমাত্রও কম প্রয়োজনীয় প্রমাণ করে না । নোয়াখালির হিন্দুদের উপর অত্যাচারের পুনরভিযোগ খবরের কাগজে এবং আইন-সভায় ও অন্যত্র বক্তৃতায় এইরূপ অভিযোগ একাধিক বার করা হয় যে, নোয়াখালির হিন্দুদের উপর নানাবিধ অত্যাচার হইয়াছে। অভিযোগসমূহের তদন্তের দাবীও করা হয়। তদন্ত এ পর্য্যন্ত হয় নাই। কেবল হইয়াছে এই যে, স্বরাষ্ট্ৰ-মন্ত্রী খাজা নাজিমুদিন আইন-সভায় একটি বক্তৃতায় অভিযোগগুলি উড়াইয়া দিবার চেষ্টা করেন। সেই বক্তৃতাকে উপলক্ষ্য করিয়া এবং তাহার উত্তরে ঐযুক্ত হ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্ৰীযুক্ত বিজয়চন্দ্র চট্টোপাধ্যায় একটি দীর্ঘ বিবৃতি দৈনিক কাগজে প্রকাশ করিয়াছেন। ইহাতে শুধু সাধারণ ভাবে অত্যাচারের অভিযোগ করা হয় নাই, বহু দৃষ্টাস্তও দেওয়া হইয়াছে এবং খাজা নাজিমুদিনকে অনেকগুলি চোথা প্রশ্নও করা হইয়াছে। তদন্তের দাবী পুনৰ্ব্বার করা হইয়াছে। খাজা সাহেবের আগেকার বক্তৃতায় তদন্তের দাবী উড়িয়া যায় নাই । তিনি আবার একটা বক্তৃতা করিলেও পুনরুত্থাপিত দাবী উড়িয়া যাইবে না । নিরপেক্ষ প্রকাশ্ব তদন্ত চাই। মন্ত্রীরা তদন্তের ব্যবস্থা করুন। গবর্ণর বাহাদুরও সংখ্যালঘুদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার নিমিত্ত র্তাহার বিশেষ দায়িত্ব ও ক্ষমতা শিকায় তুলিয়া না রাখিয়া স্মরণ পালন ও প্রয়োগ করিলে প্রশংসাভাজন হইবেন । বিবৃতির শেষ কিয়দংশ দৈনিক “ভারত” হইতে নীচে উদ্ধৃত হইল । কোন অঞ্চলস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষার অক্ষমতা সম্পর্কিত গুরুতর অভিযোগ কোন গবর্ণমেণ্টের বিরুদ্ধে অীন হইলে, সেই গবর্ণমেণ্টের কোন দায়িত্বজ্ঞানসম্পন্ন মন্ত্রী যে তদন্তু করিতে অসন্মত হইতে পারেন, তাহ আমরা ভাবিতেই পারি না। এইরূপ ক্ষেত্রে তদন্তে অসম্মতির অর্থই হইতেছে নিজের নিশাবাদ নিজেই করা । আমরা মনে করি নোয়াখালীতে যে অবস্থার উদ্ভব হুইয়াছে, সেইরূপ অবস্থায় শুধু তদন্তের দাবী উত্থাপন করিয়া ক্ষান্ত হইলেই কৰ্ত্তব্য সম্পন্ন করা হয় না ; অত্যাচরিতদের দুৰ্গতি দূরীকরণার্থ দেশের সৰ্ব্বত্র হইতে যাহাতে সাহায্য আসিতে পারে, তজ্জন্ত জনমতকে জাগ্ৰত করিতে হুইবে । গবর্ণমেণ্ট বদি তাহাদিগকে রক্ষা করিতে অক্ষম হন, তাহা হইলে তাহারা যেন হিন্মুদিগের রক্ষার ভার হিন্দুর উপরই হস্ত করেন, যেন এই কাজে তাহারা হিন্দুদের বাধা না দেন । আমরা মনে করি, উপদ্রুত অঞ্চলে অস্ত্রশস্ত্র রাখা সম্পর্কে বিধানাবলীর কঠোরতা হ্রাস করিয়া হিন্দুদিগকে উহা রাখিবার অনুমতি দিলেই এই কাজ করা হইবে । নিশ্চয়ই ধে গবর্ণমেণ্ট তাহাম্বের নিরাপত্তা ও বৈধ অধিকার রক্ষায় অক্ষম হইয়াছেন, সেই গবর্ণমেণ্টের নিকট হইতে তাহার এই অনুগ্রহটুকু দাবী করিতে পারে। স্বাঃ খামাপ্রসাদ মুখোপাধ্যায় fধ, সি, চট্টোপাধ্যায় ডাঃ হামাপ্রসাদ মুখুজ্যে আরও বলেন : - হিন্দু-মুসলিম মতানৈক্য সমস্তার সমাধানকল্পে একটি সম্মেলন আহবানের জগু প্রধান মন্ত্রী উদ্বিগ্ন হুইয়াছেন। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তিই একটি স্থায়ী ও সন্মানজনক আপোধের অস্তিরিক প্রচেষ্টাকে সমর্থন করিতে কুষ্ঠিত হইবেন না । কিন্তু ব্যাপার হইতেছে ইহাই যে শুধু মাত্র মিষ্ট এবং আশ্বাসবাণীতে পরিস্থিতির কোন পরিবর্তন সাধন হইবে না। হিন্দুদের প্রতি যে অবিচার করা হইয়াছে—বিশেষতঃ সাম্প্রদায়িক বাটেtয়ারার স্বারা যে পরিস্থিতির উদ্ভব হইয়াছে, তাহাতে হিন্দুদের অন্ত:করণ তিক্ত হইয়া উঠিয়াছে। আমাদিগকে ধদি একটি পরিষ্কার প্লেটে অস্ক কষিতে হয়, তাহা হইলে বহু দাগকে মুছিয়া ফেলিতে হইবে। কেবলমাত্র বাক্যের দ্বারা নহে, কার্ধ্যের দ্বারা আমরা অস্তঃকরণের পরিবর্তন দেখিতে পাই । গোল টেবিল বৈঠক আহ্বানের সংবাদ প্রচারিত হওয়ার পরেও আমরা দেখিতে পাইতেছি যে, হিন্দুদের অভিযোগ সম্পর্কে স্থায়সম্মত মতামত প্রঞ্চাশের ব্যাপারে এখনও ভারতশাসন-আইনের প্রয়োগ অব্যাহতরূপে চলিতেছে । নোয়াখালী-সম্পর্কিত সংবাদ প্রকাশ নিষিদ্ধ করিবার প্রচেষ্টা হইয়াছে। অবিলম্বে এই সমস্ত ব্যাপারের অবসান হওয়া সঙ্গত । নোয়াখালীর ব্যাপার অt৪ নিখিল বঙ্গীয় সমস্তারূপে পৰ্য্যবসিত হইয়াছে। কিন্তু মস্ত্রিসভা এবং তাহার সমর্থকবৃন্ জোরপূর্বক ঘোষণা কয়িতেছেন যে, নোয়াথালীতে অস্বাভাবিক ব্যাপারের কোন অনুষ্ঠান হয় নাই। আমরা দৃঢ়তার সহিত ইহার নিন্দাবাদ করিতেছি এবং বলপূর্বক এইরূপ ঘোষণার প্রচেষ্টা আর যাহাতে না হয়, সেই জন্ত দাবী জানাইতেছি । শাস্তি ঐক্য এবং স্যায়ের নবযুগ প্রবর্তনে প্রকৃতই যদি আমরা উদ্বিগ্ন হইয়া থাকি, তাহা হইলে সততা এবং সাহসের সহিত সত্য ঘটনার সম্মুখীন হইতে হইবে । স্বাঃ খামাপ্রসাদ মুখোপাধ্যায়। ~ কংগ্রেসী ঝগড় বাংলা দেশের কংগ্রেসীদের মধ্যে একাধিক দল অনেক আগে হইতেই ছিল । র্তাহাদের মধ্যে তর্কবিতর্ক ও ঝগড়া চলিতেছে । আবার, নিখিল ভারত কংগ্রেস কর্তৃপক্ষের সহিতও এক দল বাঙালী কংগ্রেসীর তর্কবিতৰ্ক