পাতা:প্রবাসী (ঊনচত্বারিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qe e প্রবাসী S98W, নূতন দলাই লামায় পিতামাতা ও ভ্রাতৃগণ শুভ লক্ষণ অনেক দেখা যায়। প্রথমে শুভলক্ষণযুক্ত কুড়ি-এg. জন শিশুকে বাছিয়া লওয়া হইয়াছিল ; তাহাদের মধ্য হইতে এই ভাবে বাছাই করা হয় :–একটি টেবিলে নানারূপ জিনিষ সাজাইয়া রাখা হয়, ত্রয়োদশ লামার ব্যবহৃত পাচটি মাধ্যও তাহার সহিত মিশাইয়া রাখা হয়। ঐ কুড়ি-একুশটি শিশুকে টেবিলেয় কাছে লইয়া গেলে তাহদের কেহ কেহ স্ত্রয়োদশ লামার ব্যবহৃত দ্রব্যাদির মধ্যে এক-আধটি লইবার জন্ত ব্যগ্রত প্রকাশ করে। কিন্তু তায়েরূহ মুর শিশুটি পূর্ববর্তী লামার ব্যবহৃত পুরা পাচটি ফ্রব্যই বাছিয়া লয় । এই শিশুই যে দলাই লামার প্রকৃত উত্তরাধিকারী, এই ব্যাপারে সে-বিশ্বাস দৃঢ়তর श्ध्र ! এই শিশুটির পিতামাতা অমিশ্র তিববতী, যদিও অনেক দিন চীনাদের সঙ্গে বসবাস করিয়া চীনা ভাষা শিখিয়াছে, তাহাদের জীবনযাত্রাপ্রণালী চীনা ধরণের। নূতন দলাই লামা পিতামাতার তৃতীয় সস্তান । বয়ঃপ্রাপ্ত না হওয়া পধ্যঙ্ক তাহার কৰ্ম্মভার প্রতিনিধি ও পরিবদের হস্তে স্তস্ত থাকিবে । তিব্বতের অনেক অনুষ্ঠানের দ্যার দলাই লামার নির্বাচনঅনুষ্ঠানেও বিদেশীর প্রবেশ নিষেধ । লাসার প্রধান মঠে দেড় শত বৎসর ধরিয়া এক স্বর্ণপাত্র রক্ষিত আছে । নিৰ্বাচনযোগ্য শিশুদের নাম কাগজে লিখির আড়ম্বর সহকারে তাহার মধ্যে রক্ষিত হয় । চারিদিকে মস্ত্রোচচারণ হইতে থাকে, ধূপদীপ জলিতে থাকে, পাত্র হইতে একটি কাগজ তুলিয়া লওয়া হয় ; সেই কাগজের টুকরাতে যাহার নাম লেখা আছে তিনিই হইবেন নূতন লামা । বলা বাহুল্য, সৰ্ব্বাপেক্ষ শুভ লক্ষণযুক্ত-যে শিশু তাহারই নাম-লেখা কাগজটিই উঠিবে। 《한경. ஆக মহিলা-সংবাদ কানপুরের বালিকা বিদ্যালয়ের (ইন্টারমীডিয়েট কলেজের ) অধ্যক্ষ শ্ৰীমতী শোভা বস্ব যুক্তপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পরিষদের (যুক্ত প্রদেশের শিক্ষকদের সমিতির) সভানেত্রী নিৰ্ব্বাচিত হইয়াছেন। fi 3. sve