পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] s = حجم ہی ہیتھ مہید ہتی ہی ہی.ے পঞ্চানন যেন ভারী চিন্তিত হইয় পড়িল । রগিল—হবে না ? সৰ্ব্বনাশ ! তাহলে উপায় ? স্বষম কহিল— উপায় আর কি ? মাছ ধ’রে খেও—বলিয়া সেই অপরূপ ভঙ্গীতে মুখ নাড়াইয়া ছড়া আবৃত্তি করিতে লাগিল— লিখিব পড়িব মরিব ছুখে মৎস্ত মারিৰ খাইব স্বখে— পঞ্চানন কহিল—তাহ’লে মাছ ধ’রে খাওয়া ছাড়া আর অন্ত উপায় নেই ? ও ক্ষষমা, আজকে মাছ ধ’রে এনেছি—এই এত বড় বড়—দেখেছ ত ? ছাই দেখেছ, তুমি তখন নাক ডাকাচ্ছিলে তার— বধু প্রতিবাদ করিয়া কহিল—ন, দেখিনি আবার। তুমি আসা মাত্তোর দেখে এসেছি। কতক্ষণ ধরে দেখেছি—ঠিক তোমার পাশটিতে দাড়িয়ে । বল ত ¢कांथांध्र ? - পঞ্চানন সবিস্ময়ে প্রশ্ন করিল—কোথায় ? বড় কাঠাল গাছটার আড়ালে। তুমি যখন মাছকোটার সময় চৌকীর উপর বসে ছিলে তখনও দাড়িয়ে আছি, কেউ দেখতে পেল না— কি সৰ্ব্বনাশ ! যে বনজঙ্গল, স্বচ্ছন্দে সাপ-টাপ থাকিতে পারিত। লোকে দেখিলেই বা বলিত কি ? পঞ্চানন কহিল –ছি ছি, নতুন বউ তুমি—তোমার কি এতটুকু বুদ্ধি জ্ঞান নেই ? ঐ রকম যায় কখনও 7 স্বধম তাহার মুখের দিকে বড় বড় চোখ ছুটি মেলিয়৷ জিজ্ঞাসা করিল—যেতে নেই ? নীরস কণ্ঠে পঞ্চানন কহিল—এও শিখিয়ে দিতে হবে ? এরই মধ্যে বাড়িতে আত্মীয়-কুটুম্বর মধ্যে ৰে চি চি পড়ে যাচ্ছে, সবাই বলছে বউ বেহায়া বেলাজ— কথাটা নিতান্ত মিথ্যা নয়। শাশুড়ীর নিকট হইতে আজও এই কারণে বধূর গোপন তর্জন লাভ হইয়াছে। भूषषानि चडाख झांन रूब्रिब्रा शबघा नौदछब्र निंदक काश्ब्रि ब्रश्लि, ८कॉन कषां कश्लि नां । পঞ্চানন বলিতে লাগিল—আর কক্ষণো কোন দিন আমন ষেও নী—বুঝলে ? তোমার বাপের বাড়ির লোক नद कि ब्रकभ ? ८कफे बटणe cनग्न नि ? আলেয়া SAMMAAA MAMMASAS A SAS SS C SAMSMS SLLS SS III স্বষম কি বলিতে গেল, কিন্তু অনেকক্ষণ বলিতে পারিল না । ঠোট কঁাপিতে লাগিল । শেষে কহিল— তোমার পায়ে পড়ি, আর বোকো না ; আমার মা নেই যে—বলিতে বলিতে একেবারে কাদিয়া ফেলিল । এইটুকুতেই ধে কেহ কাদিতে পারে পঞ্চানন তাহ। ভাবে নাই । ভারী অপ্রতিভ হইল। বাস্তবিক ইছার মা নাই ধে । সংসারের কাণ্ডজ্ঞানহীন এক ফোট। জবোধ মেয়ে, আশৈশব বাপের আদরে মান্থব, কেই বা তাহাকে বুঝাইয়া সমঝাইয়া শ্বশুরবাড়ি পাঠাইবে r মা থাকিলে কি এমনটি হইতে পারিত ? এক বাপ তাহার পক্ষে ধে মা বাপ ছজন হইয়া দাড়াঙ্কয়াছেন, জীবনে এই সৰ্ব্বপ্রথম সেই বাপকে ছাড়িয়। পরের বাড়ি चालिब्राप्छ । १र्थन दन्त्रक८न विशाम्न श्हेब्र चाप्ण उाशब्र ঘণ্টাখানেক আগে বাপে মেয়েন্ত্র একখালে করিয়া কাজিতে কাদিতে ভাত খাইতেছিল, হঠাৎ পঞ্চানন সেখানে গিয়া পড়ে। শ্বশুর তাহাতে অত্যন্ত লজ্জিত হইয়া, পড়িয়াছিলেন । সেই সব পঞ্চাননের মনে পড়িতে লাগিল । এই অবস্থায় কি যে করিবে হঠাৎ বুঝিতে পারিল না। জাবার জালে৷ জালিল । তারপর সস্নেহে দুই তিনবার সে স্বযমার চোখের জল মুছাইয়া দিল। আস্তে আস্তে কহিল—আমি আর বকবো না, সত্যি আর বকবো না কোনদিন— বলিয়া কোলের উপর বধূর মাথ৷ টানিয়া লইল । স্বষমার কাল্প আর থামে না । পঞ্চানন কহিতে লাগিল—বাপরে বাপ, এক কথা কখন কি বলেছি— বললাম ত যে আর কোনোদিন কিছু বলব না—বলিয়া ঘাড় নীচু করিয়া তাহার মুখের কাছে भूष चांनिब्र। छिछाना कब्रिण,-शा श्वभ, चांषि बाकहि ৰ’লে এখনও কষ্ট হচ্ছে তোমার ? शषभ पीछ नॉफुिञ्चl खांनाद्देण-नां । —তবে ? নীরবে সজল চক্ষু মেলিয়া সে স্বামীর দিকে তাকাইয়। ब्रझिल ! g পঞ্চানন কহিল—বাবার জন্তে প্ৰাণ পুড়ছে, না ?