পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—চীন-জাপানের যুদ্ধ bూసి AAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAAS MM AAAS S AAAAA AAAA SAAAAA AAAA AAASS বেথুন কলেজে অশান্তি এত বড় বাংলা দেশে মেয়েদের বি-এ পৰ্য্যস্ত পড়িবার সরকারী কলেজ আছে মোটে একটি। হরতালে যোগ দেওয়া বা তক্রপ কারণে সেই বেথুন কলেজ হইতে অনেক ছাত্রীকে তাড়াইয়া দেওয়া হয়। এখন আবার ট্রান্সফার চাহিলে তাহাদিগকে বলা হইতেছে, যে, তাহারা মাফ না চাহিলে ট্রান্সফার দেওয়া হইবে না। ইহা নিতান্ত বাড়াবাড়ি। গবন্মেণ্ট যেমন প্রতিজ্ঞা করিয়াছেন, কংগ্রেসকে পিষিয়া ফেলিবেন, বেথুন কলেজের প্রিন্সিপ্যাল মহোদয়াও কি সেইরূপ কোন প্রতিজ্ঞা করিয়াছেন বা করিতে বাধ্য হইয়াছেন ? সরকারী ছেলেদের কলেজে এখন ত এরূপ কিছু জেদ দেখিতেছি না। ছাত্রীরা কোন নিয়মই মানিবে না, বলিতেছি না। কিন্তু কড়া হাকিম না হইয়া প্রীতির দ্বারা তাহাদিগকে ঠিক পথে চালান স্বায় ] বঙ্গে বিদেশী জুতার কারখান বাঙালী মুচিদের অন্ন মারিয়াছিল প্রথমে চীনা মুচি ও পশ্চিম মুচিরা। তারপর সস্ত জাপানী জুতার আমদানীতে তাহাদের অল্প অারও মারা গিয়াছে। ১৯২৬-২৭ সালে জাপানী জুড়া ভারতবর্ষে ১৯,১৫,• • • জোড়া আমদানী মন দিয়াছেন। স্বতরাং শ্ব ব্যবসায়ের মত এত বড় একটা ব্যবল ষে বিদেশীদের হস্তগত হইতে যাইতেছে তাহা দুঃখের বিষয় হইলেও আশ্চর্ঘ্যের বিষয় নহে। আমরা বাল্যকালে যত লোককে জুডা ব্যবহার করিতে দেখিতাম এখন তার চেয়ে অনেক বেশী লোককে खूङ ব্যবহার করিতে দেখা যায়। জুতার কাটতি এখনও খুব বাড়িবে। স্থতরাং দেশী লোকদেরই অনেক জুতার কারখানা হইতে পারে। -- কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আয়ব্যয় সকল গবন্মেন্টের এবং নানা ব্যবসায়ের যেমন অর্থাগম কম হইতেছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থাগমও সেইরূপ কিছুকাল হইতে কমিয়াছে। গবন্মেণ্ট তিনটি সর্তে বিশ্ববিদ্যালয়কে বাৎসরিক ৩,৬০,০০০ টাকা দিতে চাহিয়াছেন—(১) বিশ্ববিদ্যালয়-সংস্কার কমিটির কোন কোন প্রস্তাব আপাততঃ কাধ্যে পরিণত না-করা, (২) পরীক্ষার ফী বাড়াইয়া অতিরিক্ত ত্রিশ হাজার টাকা তোলা, (৩) ফী বাবদে মোট ১১,৭২,০০০ টাকা সংগ্রহ করা । বিশ্ববিদ্যালয়-সংস্কার কমিটির প্রস্তাবগুলি আমরা দেখিতে পাই নাই। স্বতরাং সরকারী প্রথম সৰ্বটি সম্বন্ধে কিছু বলিতে পারিতেছি না। দেশের এই দুৰ্দ্দিনে, যখন প্রায় সকলের আয় কমিয়াছে, তখন পরীক্ষার ফী বাড়ান অসঙ্গত হইবে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়িলে কী হইতে সংগৃহীত মোট টাকা বাড়িত। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমায়ু ফী হইতে আয় ৬০,০০০ টাকা কমিয়াছে। তম্ভিয়, প্রত্যেক পরীক্ষার্থীর দেয় ফীর পরিমাণ বাড়াইলেই যে কী হইতে প্রাপ্ত মোট টাকা বাড়িবে, এমন আশা করা ভুল। ফী বেশী বাড়িলে অনেক গরিব ছাত্র হয়ত পরীক্ষা দিতেই পরিবে না—যেমন ডাকমাণ্ডল বাড়াইয়া দেওয়ায় অনেকে চিঠি কম লিখিতেছে, অনেকে মোটেই লিখিতেছে না। এই জন্ত আমাদের বিবেচনায় ফী-সম্বন্ধীয় সৰ্ব দুটি গবষ্মেণ্ট না করিলে ভাল করিতেন । চীন-জাপান যুদ্ধ , চীনে ও জাপানে যুদ্ধ থামিবার কোন লক্ষণ দেখা যাইতেছে না। জাপান সমুদয় চীন গ্রাস করিতে চায়, এবং মাঞ্চুরিয়াকে চীন-সাধারণতন্ত্রের অস্তান্ত অংশ হইতে পৃথক করিয়া তাহার মাথায় ভূতপূৰ্ব্ব চীন-সম্রাটকে সাক্ষীগোপাল রূপে স্থাপন করিতে চায় । কিন্তু ভারতবর্ষ দখল করিয়া নিৰ্ব্বিবাদে ইহার প্রভু থাকা ব্রিটেনের পক্ষে যত जङ्खं इहेबां८छ्, छैौन मर्थज कब्रिब डांशग्न अंडू पार्क জাপানের পক্ষে তত সোজা হুইবে না।