পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বড় বড় ফোটায় আমাদের চারিদিকে পড়িতে লাগিল—বালি উড়াইয়া, পাথর ছিটকাইয়া, মানুষকে ধরাশায়ী করিয়া । কানের কাছ দিয়া যেগুলো যায় তারা শিস দেওয়ার মত শব্দ করে, শূন্যে উচু দিয়৷ যেগুলো যায় কম্পমান গম্ভীর তাদের শব্দ । দীঘ সৈন্যশ্রেণী শিকলের মত বিলম্বিত, তাদের মাঝে মাঝে cछाफ़ ख्त्र হইতে লাগিল ৷ ‘ষ্ট্রেচার’ লইয়৷ বাহকের। হতাহতকে তুলিবার জন্য ছুটিয়া বেড়াইতেছে । শিলাবৃষ্টির মত কেবল বন্দুকের গুলি নয়, বড় বড় কামানের গোলা আমাদের মাথার উপর ফাটিয়া সাদ ধোয়া ছড়াইতে লাগিল। গোলার টুকরা ধুপধাপ করিয়া পড়িয়া মাটিতে গৰ্ত্ত করিতেছে কিম্বা আক্রমণকারীর মাথার উপরে বিধিয়া বসিতেছে । কখনো কখনো গোলার শূন্ত খোলট। পাহাড় ডিঙাইয়। আমাদের ‘রিলাভ’ দলের মধ্যে গিয়া পড়ে । আমি যখন রিসাভে ছিলাম তখন এমনি একটা শূন্ত গোলার খোল এক সৈনিকের গায়ে লাগিতে দেখি—তার ফলে তার ডান হাত উড়িয়া গিয়া সেখানেই সে মারা পড়ে । পরে সেই থেলিট পরীক্ষা করিয়া দেখা গেল, তার মধ্যে প্রথমে এক টুকরা শুভারকোট, তারপর এক টুকরা কোট, তারপর এক টুকরা গেঞ্ছি, তারপর মাংস ও হাড়, তারপর আবার গেঞ্জি কোট ও ওভারকোট, সঙ্গে রক্ত মাথা ঘাস ও কুড়ি—সে এক অভিনব ও ভয়ঙ্কর canned goods (föIn soil RIA ) এই যুদ্ধ কয়েক ঘণ্টা ধরিয়া চলিল। শত্রুর প্রবল গোলাবর্ষণের মুখে অগ্রসর হওয়ার স্থযোগ হইল না। আমাদের হতাহতের সংখ্যা এত দ্রুত বাড়িতে লাগিল যে ‘ষ্ট্রেচার তৈরি করিয়া কুলানো দায় । আমাদের অনেক পিছনে প্রাথমিক শুশ্ৰুষা-শিবিরেও গোল পড়িতে লাগিল । সেখানে জনকয় আহত সৈনিক দ্বিতীয় দফা আঘাত পাইল বা মারা পড়িল । এ এক সাংঘাতিক যুদ্ধ। গোলন্দাজদের বামে "রিসার্ভ’ দল আনা হইল, মুযোগ উপস্থিত হষ্টলে মুহূৰ্ত্তের মধ্যে তারা ছুটিয়া গিয়া শত্রুর উপর ঝাপাইয়া পড়িতে পরিবে । - এ সময়ে আমি রিসার্ভ দলের পতাকাবাহী ছিলাম । ۱ - ۹ পোট-আর্থারের ক্ষুধা Seసి مجد عمر می میبایست . تی. ای. - -- ....... গোলন্দাজদের সঙ্গে আছি এবং পতাকাটা বেশ স্পষ্ট, তার ফলে Wangchia-tun এর রুশেরা আমাদের উপর ভীষণভাবে গোল দাগিতে লাগিল । শক্রর লক্ষ্য ভাল, গোলাগুলো বাতাসে বৃষ্টিধারার মত কাত হইয়৷ আসিতে লাগিল । মিনিট খানেকের জন্ত ধোয় সরিয়া গেলে দেখিলাম, একজন লেফটেষ্টাণ্ট—সে সেইমাত্র সাহসের সঙ্গে সৈনিকদের চালনা করিতেছিল—রক্তমাথা দেহে মরিয়া পড়িয়া আছে। গোলন্দাজ-নায়ক ও তার সহকারীর টুকর টুকরা হইয়া গেছে, তাদের মাথার ঘি ফিনকি দিয়া বাহির হইতেছে, নাড়িভুড়ি কাদায় ও রক্তে মাখামাথি । "রিসাভ" গোলান্দাজেরা তাদের স্থান লইতে গেল এবং তারাও মারা পড়িল । অবস্থা এমন দাড়াইল, সেখানে থাকিলে প্রতি মুহূর্তে লোক ক্ষয় হওয়ার সম্ভাবনা । কিছুক্ষণ থেকে আকাশে মেঘ জমা হইতেছিল, এখন চারিদিক অন্ধকার নিরানন্দ হইয়া উঠিল। দেখিতে দেখিতে প্রবল বাতাস বারুদ ও ধোয়ার পাশাপাশি পাল্লা দিয়া ছুটিতে লাগিল, কাদাগোলা বৃষ্টি গুলিগোলার সঙ্গে তেরছাভাবে পড়িতে লাগিল । ঠিক সেই সময় আমাদের রিসার্ভ দল কনেলের সঙ্গে মিলিবার হুকুম পাইল । গোলন্দাজ্ঞদের সাপ্লিধ্য ছাড়িয়া বঁ। দিকে "মাচ’ করিতে স্বরু করিলাম। পাথরের উপর দিয়া অতি কষ্টে চলিতেছি, তীব্র বাজাসে পতাকা এমন পতপত করিতে লাগিল যে ভয় হইল পাছে ছিড়িয়া টুকরা টুকরা হইয়া যায়। এমন সময় মাথার উপর একটা গোল ফাটিল, তার টুকরাগুলা শূন্তে ছড়াইয় গেল। পতাকার খানিকটা উড়িয়া গেল, একটি লোক মারা পড়িল এবং গোলার এক টুকরা আমাদের অনেক পিছনে এক উপত্যকার মাঝে গিয়া পড়িল । কনেল ছিলেন ইওয়ায়্যামা পাহাড়ের মাথায়, সে-কথা আগেই বলিয়াছি । তাহাকে সেখানে দেখিয়া শত্রু নিঃসন্দেহ বুঝিল সেখানেই আমাদের সমস্ত শক্তি সংহত, তাই বুঝিয়া তারা পাহাড়ের উপর শিলাবৃষ্টির মত গোল ফেলিতে লাগিল । কনেল আওকি শক্রর পানে একদৃষ্ট্রে চাহিয়া আচল অটল ভাবে দাড়াইয়া রহিলেন । তার