পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] আমাদের রেজিমেন্টের সদরে একত্রে ছিলাম, তার চরিত্রের প্রভাব যাদের উপর খুব বেশি পড়িয়াছিল আমি ছিলাম তাদেরই একজন। লড়াইয়ের কায়দা সম্বন্ধে তার স্বম্পষ্ট ধারণা, অদম্য সাহস, সরল সংযত ব্যবহার আমার শ্রদ্ধা আকর্ষণ করিত। ইনিই তাইপোশান আক্রমণের · মাঝে কর্নেলকে সেই বিদায়-লিপি পাঠাইয়াছিলেন । ইনিই তার বাছা বাছা দুই দল লোক লইয়া পাহাড়ের উত্তর-পূর্ব কোণে ছুটিয়া উঠিয়া পশ্চাদ্বত্তী দলের আক্রমণের পথ খোলসা করিয়াছিলেন। তারপর আর সেই নিৰ্ভীক নায়কের সঙ্গে দেখা হয় নাই। ভূটাক্ষেতে তাহাকে দেখিয়া মনে হইল আবার যেন তাহাকে অসীম বিক্রমে লড়িতে দেখিতেছি । তাহাকে না ডাকিয়া পারিলাম মা । ডাক শুনিয়া তিনি ফিরিয়া চাহিলেন, উৎসাহ দিয়! বলিলেন, পতাকার গৌরব আরও বাড়িয়ে তোলো ! সেদিন মধ্যাহ্নে ঈপ্সিত স্থান আমাদের সম্পূর্ণ দখলে আসিয়া গেল । এখন আমাদের সৈদ্যশ্রেণীর বিস্তার হষ্টল উত্তরে তুচেংতুন পাহাড় থেকে দক্ষিণে তাকুশানের পুৰ্ব্ব দিকের পাহাড় পৰ্য্যস্ত। সেই নবলব্ধ ভূমির উপর দাড়াইয়া দূরবীনের সাহাধ্যে এক অদ্ভুত দৃগু চোখে পড়িল । এখান থেকে সৰ্ব্বপ্রথম পোর্ট-আথারের দুর্ভেদ্য so Q-C 3SNÝ RODGERÄKN స్వరే o bo (; পোর্ট আর্থারের ক্ষুধা م-م: - یے- عام میہ ---- سیاہیہ تسم وجود و SAA AAA AAAA AAAA AAAA AAAS S AAAAA SAAAAAMMAAA AAAAA S AASAASAASAA SMAAA AAAA AAAA S AAA S AASAASAAAS - خانخاعی یعی - تی صیایی یا দুর্গের আসল আক্রমণ-প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়িল । দক্ষিণে চিকুয়ানশান থেকে স্থক করিয়া উত্তরে যতদূর দৃষ্টি চলে, চারিদিকে কেবল কেল্লা আর ট্রেঞ্চ । তার মাঝ থেকে ভীষণ দর্শন কতকগুলো পদার্থ মাথা তুলিয়া আছে যেন বাঘ ও চিতার দল লাফ দিবার জন্ত উদ্যত— সেগুলো অতিকায় কামান। এখানে ওখানে সৰ্ব্বত্র কুয়াশার মাঝ দিয়া অস্পষ্ট দেখা যাইতেছে আট দশ থাক করিয়া তার—সেগুলি তারের বেড়া । মাঝে মাঝে শক্রর সন্ধানী চরের থান । বিশ ত্ৰিশ জনের এক একটি দল তারের বেড়া বসাইতেছে! এই রঙ্গমঞ্চের উপরই যুদ্ধের ভাগ্য নির্ণয় হইবে—এখানেই জগতের দৃষ্টি পড়িয়া আছে । আমরা যাহারা এই রঙ্গমঞ্চে অভিনয় করিত, আমরা ত ইহার কথা ঘুমের মাঝেও ভুলিয়া থাকিতে পারি না । সেদিন থেকে আমরা লাংতুর কাছে থাকিয় কাস্তাশান্‌ গিরিশিরে স্বদূঢ় বাধা তুলিতে লাগিলাম। আমাদের উদ্দেশু, শত্রুর ডান দিকের মুখোমুখি তাকুশান ও সিয়াওকুশান পাহাড় হঠাৎ আক্রমণ করিয়া দখল করা - তারপর উক্ত পাহাড় দুটিকে আমাদের আক্রমণের বুনিয়াদ করিয়া শত্রুর আসল আত্মরক্ষার বেড়ার (main line of defence) ië"|3 wIGFNa &# rol I — ফেমশ భ7 U o - ○ s Ayy o - 2 ~y =ত