পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বালুকাময় পৰ্ব্বত দেখা যাইতেছে। যেন পৰ্ব্বতের পাদদেশেই এই দুই জনপদ অবস্থিত । রেলওয়ে ষ্টেসন ভারতবর্ষের বৃহৎ ষ্ট্রেসনগুলির তবে নিৰ্ম্মাণপ্রণালী এবং কারুকার্য্য সমস্তই মিশরীয় ধরণের । চতুষ্কোণ জ্যামিতিক ক্ষেত্রের নিয়মাকুসারে সৌধ নিৰ্ম্মিত, দেওয়াল দেখিয়া মসজিদের ভিতরকার প্রাচীর বলিয়৷ কিছু ভুল হয়। সমগ্র মিশরদেশের অন্যান্ত গৃহনিৰ্ম্মাণ-প্রণালীই এই ব্যবহৃত হইয়াছে । সমান । ষ্টেসনঘরের জন্যও কবরের দেশে দিম পনর o >్స(t বলা বাহুল্য নগরের শে। তা সম্পণ ইহাতে একেবারেই বিনষ্ট হইয়া যায়। সৌন্দর্য্য হিসাবে কলিকাতা ও বোম্বাই নগরদ্বয়ের নির্মাণ অতি জঘন্য শ্রেণীর অন্তর্গত। অামাদের জাহাজে এক ওলন্দাজ চিত্রকর বোপাই নগরের গৃহনিৰ্মাণব্যাপারে এই খিচুড়ি কায়দার উল্লেখ করিয়াছিলেন। তিনি গোয়ালিয়ার নগরের সৌধনিৰ্ম্মাণ প্রণালী দেখিয়া সস্তুষ্ট, কারণ সেখানকার শিল্প কাৰ্য্য এক বিশিষ্ট নিয়মে পরিচালিত হয়, সকল গৃহষ্ট এক নিয়মে প্রস্তুত। কাইরো নগরে এবং মিশরীয় বদ্বীপের পূর্ব অঞ্চলে সাধারণতঃ গুহ মিশরীয় কৃষিক্ষেত্রের কূপ । সহরে প্রবেশ করিয়াই দেখি--এই নিৰ্ম্মাণ-প্রণালই সৰ্ব্বত্র দেখা যাইতেছে । কি অফিস, কি হোটেল, কি দোকান, কি কারখানা, সৰ্ববত্র এক ছাচ, এক ধরণ, এক কায়দা । ইহাতে কলা-কৌশলের ঐক্য ও সামঞ্জস্য সৰ্ব্বদা চোথে পড়ে। আধুনিক ভারতবর্ষের গৃহনিৰ্ম্মাণে কোন বিশিষ্ট কায়দুর অনুসরণ করা হয় না। কেহ প্রাচীন প্রথায়, কেহ নবাবী আমলের কায়দায়, কেহ ইউরোপীয় মধ্যযুগের নিয়মে, কেহ গথিকৃ ষ্টাইলে, কেহ গ্ৰীক ‘ষ্টাইলে’, যাহার যাতা খুপী সে সেইরূপ গৃহ নিৰ্ম্মাণ করে । নিৰ্ম্মাণ-কৌশলের যেরূপ সামঞ্জস্য, ঐক্য ও শৃঙ্খল। " দেখা যায় তাহাতে গোয়ালিয়ারের কথাই মনে পড়িবে । অবশ্য গোয়ালিয়ারে ভারতীয় হিন্দু কায়দা, আর এথানে মিশরীয় ফরাশী পৰ্ভাবযুক্ত মুসলমান কায়দা, এচ যা প্রভেদ | 驗 ংেলওয়ে ষ্টেসনের নিকট কাইরোর বাড়ীঘরগুলি দেখিয়া বোম্বাই সহরের ভিক্টোরিয়া টাৰ্মিনাস্ ষ্টেসনের সমীপবৰ্ত্তী বাড়ীঘরের কথা মনে পড়ে। কাইরে একপকাব পাশাতা ষ্ট'টরোপীয় সহব বলিলেই চলে ।