পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-** * 8&е いヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ ۶۶ر ٦٦٨-NLA-N :9 “কলকাতাতেও ত অনেক অভিনেতা ছেলে মেঞ্চে নিয়ে রয়েছে।” “ত আছে বটে, তেমন তারা রোজগারও করছে। আর অীমার মত বেকার লোক মেয়ে নিয়ে কোন সাহসে কলকাতায় গিয়ে থাকবে ? গরীবের মেয়েকে সবাই দুর ছাই করবে, বাছা আমার তাদের হতচ্ছেদায় দিন দিন শুকিয়ে উঠবে, তাই সাহস করে কলকাতায় থাকিনে। আর সারা জীবন যদি এই পাড়াগায় পড়ে থাকতে হয় সেও ভাল, তবু আমি আমার বাছাকে যমের মুখে তুলে দিতে পারব না । সেই যে আমার সংসারের সর্বস্ব !” “ ঐ, ঐখানেই আপনার আর্ট !” “আমার আর্ট ! বলেন কি দেবেন বাবু ? আঁ্যা—” লোকটা লাফাইয়া উঠিল।—“আমি ত বলেছি একজন অভিনেতা, আর শিক্ষা পেলে চাইকি কালে আরও উন্নতি করতে পারব ! কিন্তু সে চুলোয় যাক ! আপনি যদি আমায় থিয়েটারের ষ্টেজ ঝ"াট দিতে বলেন আর মাসে মাসে হায্য মাইনে দেন তাই আমার যথেষ্ট। মেয়েট দুবেলা দুমুঠো খেতে পাবে সেই আমার ঢের । চুলোয় যাকু আর্ট ফার্ট ! চাই শুধু টাকা, টাক। দেবেন বাবু! টাকা ! অন্ত লোকের ছেলে মেয়ে যেমন দুবেলা খেয়ে পরে হেসে খেলে বেড়ায় আমিও আমার মেয়েকে তেমনি ভাবে রাখতে চাই—শুধু এইটুকু দেবেন বাবু।–এর বেশী আর আমি কিছু চাই না।” - “ত আপনি যা বলছেন এ আর বেশী কথা কি ? একদিন আপনার মাইনে থেকেই যে এসব হয়ে অনেক উদ্ধৃত্ত থাকবে ।” “তা হবে কি দেবেন বাবু?—তা কি হবে ?” “একবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই চট্‌ চট্‌ আপনার মাইনে বেড়ে যাবে-—হবে না কেন ?” “কিন্তু মশাই, তা আর হচ্ছে কই ? বছর বছর আমি থিয়েটারের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এমনি দুর্ভাগ্য আমার যে একটা কাজও জুটছে না। তা হলে মশাই, আপনি কি বলেন ?” “হা, আপনার নামটি কি ?” প্রবাসী—মাঘ, ১৩২১ ^*「ヘヘヘ」ー、ペー { ১৪শ ভাগ, ২য় খণ্ড 、ヘ-ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ・ヘへへヘヘヘヘ*「***** “আজ্ঞে আমার নাম প্রাণপদ পান ।” “তা প্রাণপদ বাবু, আপনার অভিনয় না দেখে ত আপনাকে কাজ দিতে পারছি না। আমি কিছু অন্যায় কথা বলিনি ত! আপনি বেশ বুঝতে পারছেন ?” - “ন, অন্যায় আর কি ? তবে আপনার কাছ থেকে কবে খবর পাব ?” “ত৷ ই্যা কি বলছিলুম ? আমার কাছ থেকে খবর পেতে আপনার একটু বিলম্ব হবে । ‘কাশ্মীর-গৌরব’ নাটকখানার অভিনয় আরম্ভ হলে আপনি একখানা চিঠি লিখে কথাটা আমায় মনে করিয়ে দেবেন। সম্প্রতি কিছু দিন আমি এখানে থাকছি না,—কালই ভোরের ট্রেনে কাশ্মীর যাব। কাগজে বেরিয়েছে আজ আমরা কাশ্মীর পৌছে গেছি। কাজেই আজ যে আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল এ কথাটা যেন কারো কাছে বলবেন না । তা হ্যা—আপনার কথা আমার মনে থাকবে ।” লোকটা আমার কথায় বিশ্বাস করিতে পারিল না, নীরবে দাড়াইয়া রহিল । তাহার ওষ্ঠস্বয় কঁাপিতেছিল। ভগবান জানেন ইহা অপেক্ষা অধিক অাশা দিবার শক্তি আমার ছিল না।

  • আপনি আজ আমার সঙ্গে যে ভদ্রতা করলেন ত৷ আমার চিরদিন মনে থাকবে । কিন্তু দেবেন বাবু, আপনি আমার কি উপকার করলেন ? আমি ত সেই যে-বেকার সেইবেকারই রইলুম !"

“না না আপনি নিরাশ হবেন না ; শীগগিরই আমি আপনাকে চিঠি দেব।” কিন্তু তখন জানিতাম না যে দৈব দুৰ্ব্বিপাকে পড়িয়া সেই দিনই তাহাকে ডাকিতে হইবে । (8) আমি বাসায় ফিরিয়া দেখিলাম হেমেনবাবু বিছানায় পড়িয়া নাসিক। গর্জন করিতেছেন। তাহাকে তুলিয়া বলিলাম,—“নিন জিনিষগুলো গুছিয়ে —আজই এখান থেকে চলে যাব।” তিনি বিক্ষিত হইয়া বলিলেন,–“ব্যাপার কি মশায় ?”