8եր 8 SAAAAAA AAAA SAAAAA AAAA S AAAAA SAAA AAAAMSMAAA SAAAAA AAAA AAAA MAAA SAAAAA AAAA AAAA AAAAS AAAAAA তাহাদের জন্য অনাথাশ্রম স্থাপন করিয়া ও , তথায় তাহীদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করিয়া তাহাদিগকে স্বfবলম্বী হইবার সুযোগ দেওয়া কৰ্ত্তব্য । ও গরীব ছাত্র গরীব ছাত্রদিগকে তাহীদের অন্নবস্ত্র ও বাসস্থানের সুবিধা করিয়া দিলে, বা পাঠ্য পুস্তক ধার দিলে তাহদের বিস্তর সাহায্য হয়; আমেরিকায় অনেক গরীব ছাত্র নানাপ্রকার কাজ করিয়া আপনাদের ব্যয় নিৰ্ব্বাহ করে । আমাদের দেশে এখন গৃহশিক্ষকের কাজ ছাড়া তাহার। আর কোন কাজ পায় না। আরও নুতন নূতন রকমের কাজের ব্যবস্থা করিতে পারিলে বড় ভাল হয় । বিধবাশ্রম সহায়হীন বা গরীব বিধবাদের জন্য অtশ্রম ও শিক্ষালয় স্থাপনপুৰ্ব্বক তথায় তাহীদের জন্য সাধারণ শিক্ষা এবং শিল্প শিক্ষার ব্যবস্থা করিয়া তাহাদিগকে আত্মরক্ষায় সমর্থ হইবার সুবিধা দিতে পারিলে ভাল হয় । কেহ বা তথায় আত্মীয়ের বাড়ী হইতে গিয়া শিখিবেন, কেহ বা তথায় থাকিয়া শিখিবেন । আমাদের দেশের দুঃস্থ ভদ্র পরিবারের সিধবারা কখন কখন র"ধুনীর কখন বা দাসীর কাজ করেন । তাহ। দোষের বিষয় বলিয়া বিবেচিত হয় না, এবং দোধের নহেও। যদি এই বিধবারা লেখা পড়া শিখিয়া শিক্ষয়িত্রীর কাজ করেন বা কোন প্রকার শিল্প শিথিয় শিল্পদ্রব্য ਾਂ করেন, তাহা হইলে আয় বেশ হয়, এবং শিক্ষয়িত্রী প্রভৃতির অভাব ও দূর হয় । বিধবাদের দ্বার। এইরূপ আরও অনেক কাজ হইতে পারে । বাঙ্গালা দেশে কেবল হিন্দুসমাজে ৫ বৎসর ও তন্নিম্নবয়স্ক ৯৬২, ৫ হইতে ১• বয়সের ৮৬৮১, ১০ হইতে ১৫ বয়সের ৩২০৭৫, ১৫ হইতে ২ • বয়সের ৯৫৩৬৩, ২০ হইতে ২৫ বয়সের ১৪৪৩২৯ এবং ২৫ হইতে ৩০ বয়সের ২১৫৬৭৪ জন বিধবা আছে । বঙ্গে ৩• ও তল্লিক্স বয়সের م_N بہ. r sی بیرم "حمیا. X"بر s مہ x হিন্দু বিধবার মোট সংখ্য। ৪৯৭০৮৪ অর্থাৎ প্রায় পাচ লক্ষ । স্বাস্থ্য ১৯১৩ খৃষ্টাব্দে বাঙ্গাল লেশে হাজারকরা ২৯,৩৮ জনের মৃত্যু হইয়াছিল । ভারতবর্ষেরই মাক্সাজ প্রদেশে প্রবাসী—ফাঙ্কন, ১৩২১ [ »8* छांभ, २ग्न १७ SAA MAAA SAAAAA AAAA SAAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA SAAAAA SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS ঐ বৎসর মৃত্যুর হার হাজারকরা ২১৪১ ছিল । বোম্বাই য়ের হার ২৬৬৩, বিহার ও উড়িষ্যার ২৯১৪, আসামে ২৭৬৬, এবং ব্রহ্মের ২৪.৬৫ ছিল। এই-সকল প্রদেশে তুলনায় বুঝা যাইতেছে যে বাঙ্গাল দেশের স্বাস্থ্যের মনে উন্নতি হইতে পারে । বঙ্গের স্বাস্থ্য মন্দ্রিজের সমান হইে হাজারে ৮ জন লোক অর্থাৎ মোট ৩,৬২,৬৩২ জন লোক বৎসরে কম মরে । স্বাস্থ্যের উন্নতি করিয়া বৎসরে সাে তিন লক্ষেরও অধিক লোকের প্রাণরক্ষণ করা সামা কাৰ্য্য নহে। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে বার্ষিক মৃত্যুর হা অষ্ট্রেলেশিয়াম হাজারকরা দশ এবং কানাডাতেও ১ নিউজীল্যাণ্ডে ৯.২ ৷ অষ্ট্রেলেশিয়ার বহু স্থানের শীতাত ও বৃষ্টি ভারতের মত, বঙ্গের মত । সুতরাং বঙ্গের মৃত্যু হার কমাইয়। ১০ করা মানুষের সাধ্যাতীত নহে। তা হইলে বঙ্গে বৎসরে হাজারে ১৯ জন অর্থাৎ মোট ৮,৬ ২৫১, অর্থাৎ প্রায় নয় লক্ষ জনের প্রাণরক্ষা হয় । ইংলণ্ডে বার্ষিক মৃত্যুর হার হাজারে ১৩ । বঙ্গের স্বাস্থ্য উহ মত বহুজনাকীর্ণ দেশের সমান হইলেও বংসরে ৭,২৫,২৬ জণের প্রাণরক্ষা হয় । আর্থিক অবস্থার উৎকর্ষ সাধন করিয়া অন্নবস্ত্র বাসস্থানের উন্নতি করিতে পারিলে, এবং সাধারণ শিশু ও স্বাস্থ্যরক্ষার নিয়ম শিক্ষা, রোগের সময় শুশ্রুষা | চিকিৎসার বন্দোবস্ত, পানীয় জল ও নর্দমার বন্দোবস্তু ওlাম নগর পরিস্কার রাখি বার ব্যবস্থা, প্রভূতির ব্যবস্থ হইলে উল্লিখিতরূপ সুফল পাওয়া যাইতে পারে। ১৯১৩ খৃষ্টাব্দে বঙ্গে ১৩,৩১,৮৬৮ জনের মৃত্যু হয় ;তন্মধ্যে জ্বরে ৯৬৫৫৪৬, প্লেগে ৯৮৪, বসন্তে ৯০৬২, ওল উঠায় ৭৮৮৯৮, উদরাময় ও রক্তামাশয়ে ৩৩১৯৫, শ্বাস যন্ত্রের পীড়ায় ১২৯৬০, আঘাতে ১৭,৪২১ এবং অন্যা কারণে ২১৪ ৬৯৯ জন মানুষ মারা পড়ে। এই সমুদ মৃত্যু অনিবাৰ্য্য নহে ; অধিকাংশই নিবাৰ্য্য। পাশ্চাত নানা দেশে ও পূৰ্ব্বে প্লেগ, ম্যালেরিয়া প্রভৃতিতে লক্ষ লঃ লোক মরিত। এখন প্লেগের মড়ক তো তথায় হয়ই ন
- চট্টগ্রাম পাৰ্ব্বত্য অঞ্চলে এখনও জন্মমৃত্যু রেজিষ্টীর প্রং প্রবর্কিত না হওয়ায় উহা বাদ দিয়া গণনা করা হইয়াছে ।