পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবরের দেশে দিন পনর や>\○ wo মিশর দেশের ২০•• পুঃ পূঃ সময়ের সৈন্যের নমুনা । পশ্চাৎ পশ্চাৎ রিক্তপদে দৌড়াইয়া যাইতেছিল। এই পথ পূৰ্ব্বে নাইলনদের থাত ছিল। পরে নাইল পশ্চিমপাহাড়ের চরণতল হইতে পূৰ্ব্বদিকে সরিয়া গিয়াছে। রাপ্তায় দেখিলাম পারস্তসম্রাটেরা খ্ৰীষ্টপূৰ্ব্ব ষষ্ঠশতাব্দীতে একটা বঁ।ধ প্রস্তুত করিয়া নদীর গতি পূৰ্ব্বদিকে সরাইয়া দিয়াছিলেন। সেই বাধের ভগ্নাবশেষ কিছু কিছু বর্তমান । © দুইঘণ্ট গর্দভপৃষ্ঠে চলিয়। সাক্কার জনপদে উপস্থিত হইলাম। পথে বালুকাময় পৰ্ব্বতশৃঙ্গে আবুসিরের পীরামিড সমূহ দেখা গেল । পুরাতন ভগ্ন পীরামিডগুলি ভারতীয় বৌদ্ধস্তুপের মত দেখায়। এই গুলি পঞ্চম রাজবংশীয়গণের আমলে নিৰ্ম্মিত হইয়াছিল ( ২৭০০ §: ງູ. ) ! সাক্কার। দেখিতে পারিব আশা ছিল না। অল্পকাল মাত্র মিশরে কাটাইব স্থির করিয়া পূৰ্ব্বে সাক্কার বাদ দিয়াছিলাম। ভাবিয়াছিলাম নিউবিয়া হইয়া সুডান পৰ্য্যন্ত যাওয়া যাইবে । কিন্তু আসোয়ানে পৌছিয়া বুঝা গেল তাহার জন্য অার এক সপ্তাহ বেশী আবশ্যক। কাজেই শীঘ্ৰ কাইরোতে ফিরিয়া আসিয়া মিশরের প্রাচীনতম নগর মেমূফিসে পদার্পণ করিতে পারিলাম । নাম সাক্কার । প্রথমে পবিত্র বুধগণের সমাধিক্ষেত্র দেখা গেল। এই পশুদিগের কবরের নাম "সিরাপিয়াম।” মানুষের কবরের জন্য যে ব্যবস্থা, বৃষের কবরের জন্যও সেই ব্যবস্থা। পাহাড়ের ভিতর ঘর তৈয়ারী করা, সার্কোফেগাস প্রস্তুত করা, ষের মাৰ্ম্মি প্রস্তুত করা—সবই এক নিয়মে সাধিত হইত । © যে সিরাপিয়াম দেখিলাম তাঙ্গতে এক্ষণে বড় বড় রাস্তাযুক্ত ২৫টা কামরা আছে । প্রত্যেক কামরায় ১• ১২ ফুট উচ্চ সার্কোফেগাস অবস্থিত। প্রায়ই গ্রানইট প্রস্তরে নিৰ্ম্মিত। লুক্সারের অপর পারে পর্বতকন্দরে বিবান-উল-মুলুকে যেরূপ রাজকবর দেখা গিয়াছে, এখানেও সেইরূপ বৃষকবর দেখা গেল। এই সিরাপিয়াম কোন একযুগে নিৰ্ম্মিত হয় নাই । মেমূফিসের দেবতা “তা”দেবের বাহন বৃষ নগরের প্রধানমন্দিরে পূজিত হইত। তাহার মৃত্যুর পর ইহাকে ঐরুপে কবর দেওয়া হয়। কবে কাহার আমলে বৃষের সমাধি নিৰ্ম্মিত হইয়াছিল তাহ জানা যায় না। তবে অষ্টাদশ রাজবংশীয় ফ্যারাওগণের বর্তমানে পল্লীe