পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ছিপের সূতা উৎক্ষিপ্ত হইতে লাগিল । স্পষ্টই দেখা গেল, আমিষ ভক্ষণে মধুবাবুর এতই আগ্রহ যে মৎস্তদিগকে আহারের অবসর দিতে তাহার আদেী প্রবৃত্তি নাই ! দান প্রতিদানই পৃথিবীর ধৰ্ম্ম, স্বতরাং সমস্ত দিনের চেষ্টাতেও মৎস্যদেশের কোন অনিষ্ট করিতে না পারায় সন্ধ্যার সময় শূন্য পাত্র লইয়া মধুবাবুকে ক্ষুঃমনে ঘরে ফিরিতে হইল । b কয়েকদিন গুণমাঙ্গী পল্লীভূমির অতিথিসৎকারে প্রীতিলাভ করিয়া কৰ্ম্মস্থানে প্রত্যাবর্তন করিলাম । শ্ৰীভূপেন্দ্রনারায়ণ চৌধুরী । নটরাজ অধুন। নটরাজ মূৰ্ত্তি সম্বন্ধে “ভারতী” “সাম্মলন” এবং "প্রবাসী” প্রভূতি মাসিক পত্রিকায় বহু আলোচনা হইয়। গিয়াছে। বিগত ১৩১৮ সনের “ভারতী” পত্রিকায় মহামহোপাধ্যায় ডাক্তার শ্রীযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ মহাশয়ের “লঙ্কায় নটরাজ শিব’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর হইতেই এই অালোচনার প্রথম সূত্রপাত হইয়াছে । তিনি তাহার প্রবন্ধে নটেশের একটি ধ্যান প্রকাশ করেন, তাহ। এই ঃ— * লোকনা হয় সৰ্ব্বা ডমরু কনিনাদৈর খোরসংসারমপ্লাল্ । দত্বাভীতিং দয়ালু প্রণতভয়হরং কুঞ্চিতম্পাদপদ্মম্ ॥ উদ্ধ ত্যেদং বিমুক্তে বয়নমিতি করদর্শয়নূ প্রত্যয়ৰ্থ। বিভদ বহ্নিং সভায়াং কলয়তি নটনং ম: স পারানূ নটেশঃ ॥ শ্রদ্ধাস্পদ ডাক্তার বিদ্যাভূষণ মহাশয় তাহার প্রবন্ধে লঙ্কায় এবং দক্ষিণাত্য প্রদেশের অন্তর্গত চিদূধর্ম নামক স্থানদ্বয় ব্যতীত আৰ্য্যাবর্তে কোন স্থানে নটরাজমুৰ্বির অস্তিত্ব নাই বলিয়া তাহার অভিমত প্রকাশ করিয়াছেন । এবং তিনি নটরাজমূৰ্ত্তি অতি দুলভ বলিয়া তাহার অভিমত প্রকাশ করিয়াছেন। আমরা এই মূৰ্ত্তি বিশেষ দুলভ বলিয়। মনে করি না। আর্য্যাবৰ্ত্তে নটরাজমূৰ্ত্তি আর কোথায়ও আছে কি না জানি না ; তবে ইহা সুনিশ্চিত, পূৰ্ব্ববঙ্গে, বিশেষতঃ বিক্রমপুর অঞ্চলে, স্থানে স্থানে নটরাজ এইরূপে নৃত্যপর নলখণ্ডের অলীক সঙ্কেতে দণ্ডে দণ্ডে নটরাজ । নটরাজমূৰ্ত্তি দেখা যায়। নটরাজমুৰ্বি সম্বন্ধে এখন পর্যন্তও বিশেষভাবে কোন অনুসন্ধান আরব্ধ হয় নাই। সেই জঙ্গই ৬ বণব বিদ্যাভূষণ মহাশয় বিক্রমপুর অঞ্চলে স্থানে স্থানে যে নটরাজমূৰ্ত্তি বিদামান আছে তৎবিযয় জ্ঞাত হইতে পারেন নাই । তথাপি তাহাব গবেষণাপূর্ণ প্রবন্ধ হইতে আমরা অনেক সারগর্ভ তথ্য সংগ্ৰহ করিতে পাfরয়াছি । সম্ভবতঃ মহাদেবেব নটরাঙ্গমুর্শ্বিপ প্রচলন দক্ষিণাত্য প্রদেশেই প্রথম আরব্ধ হয় । সে বংশীয় রাজাগণ অধিকাংশষ্ট শৈবমতাবলম্বী ছিলেন এবং তাহারা দাক্ষিণাত্যের কর্ণাটপ্রদেশ হইতে বঙ্গে আগমন করেন। ঠাহীদের আরাধ দেবতা নNাজমূৰ্ত্তি প্রভৃতি শৈবমূৰ্ত্তিসকলও ঠহাদের আগমনের সঙ্গে সঙ্গে বঙ্গদেশে