পাতা:প্রবাসী (চতুর্দশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখf } iMAeS eA SAJYAAASA SAASAASSAAAASSSS S S JSSS SSSJ SSMSeeMAAA S • “ই। জৱ পূৰ্ব্বদিকে যাইতেছে, আমি পশ্চিমদিকে यांहेत् ।” to এই সময়ে রণসিংহ, প্রমথসিংহ, বীরদেব প্রভৃতি প্রৌঢ় সেনানায়কগণ বলিয়া উঠিলেন, “মহারাজ আমরাও যাইব ।” - ধৰ্ম্মপুল সুহাসবিদনে তাহাদিগকে কহিলেন, “আপুনারা তাম্মদেবের পাশ্বরক্ষা করিবেন। আমরা অধিকদুর যাইব না, দুই-ক দিনের মধ্যে ফিরিয়া আসিব। ’ পরদিন প্রভাতে কান্তকুজ নগরের পূৰ্ব্বতোরণ হইতে দশসহস্ৰ গৌড়ীয় অশ্বারোহী বাজির হইয় গুজ্জর স্কন্ধাবার আক্রমণ করিল, গুর্জরসেন যুদ্ধের জন্য প্রস্তুত হইবার পূর্বেই তাহারা স্কন্ধাবার ভেদ করিয়া পূৰ্ব্বদিকে পলায়ন করিল। গুজ্জর অশ্বারোহীগণ দুই চারি ক্রোশ তাহাদিগের পশ্চাদ্ধাবন করিয়া ফিরিয়া আসিল । যে মুহূর্তে জয়বৰ্দ্ধন প্রতিষ্ঠানাভিমুখে যাত্রা করিলেন, ঠিক সেই মুহুর্তেই ধৰ্ম্মপালদেয পঞ্চদশসহস্ৰ সেনা সঙ্গে লইয়। নগরের পশ্চিম তোরণ হইতে নিষ্ক্রাস্ত হইলেন । প্রবল ঝটিকার সম্মুখে মেঘপুঞ্জ যেমন ইতস্ততঃ বিক্ষিপ্ত হয়, গুর্জরসেন সহসা আক্রান্ত হইয়৷ সেইরূপ চতুর্দিকে বিক্ষিপ্ত হইয়া পড়িল । দেখিতে দেখিতে পঞ্চদশসহস্র অশ্বারোহী অশ্বথুরোথিত ধূলির মেঘমধ্যে অদৃপ্ত হইয়া গেল । ۹ مه ۹ "بررسی ۹- بی ای ۶۹ - ۰ 鬱 酵 蕩 দ্বিতীয় পরিচ্ছেদ । মুক-সৈনিক । এই ঘটনার সপ্তাহকাল পরে জনৈক দীর্ঘাকার গেীর ষণ সেনা প্রতিষ্ঠানস্থগের তোরণের সম্মুখে বসিয়া ছিল, তাহার অনভিদুরে অপর কয়েকজন সেনা মৃদুস্বরে স্বাক্যালাপ করিতেছিল। প্রথম সৈনিক বোধ হয় অন্যান্ত সেনাগণের কথাবাৰ্ত্ত শুনিতেছিল না, কারণ, তাহাদিগের কথোপকথন তাহার সম্বন্ধীয় হইলেও, সে মুখ ফিরাইয়। ভাগীরথীর পরপারস্থিত আম্রকুঞ্জের উপরে জস্তাচলগামী তপনের দিকে স্থিরনেত্রে চাহিয়াছিল। একজন সৈনিক কহিল, “দেখ ভাই, আজ কয়দিন ধরিয়া বোবার কথা ধৰ্ম্মপাল• لاهن SSSSJSSSSJ SSS JSSS SSAAAA AAAAS AAAS SAAAAA AAAAA AAAA AAAAMAMMS AAASASASSJSJSS আরও কমিয়া গিয়াছে। বোবা একেই ত বোৱাতাহার উগন্ধু যুদ্ধ শেষ হইয়া গিয়াছে ওনিয়া একেবারেই কথা বন্ধু করিয়াছে।” দ্বিঃ সৈঃ – লোকটী কে তাই ? প্রঃ লৈ – দেখিতে ত ঠিক রাজপুত্রের মত, বেং, • হয় অভিজাতবংশের লোক । 夏 發 দ্বিঃ সৈঃ – দেথ ভাই, লোকট। পণ্ডিত লোক, সেদিন প্রাতঃকালে গঙ্গাস্নান করিবার সময়ে কত মন্ত্র অ{ওড়াইতেছিল । & প্রঃ সৈঃ – আমরা যেদিন সেনাপতির প্রাসাদ রক্ষণ করিতে আtiদষ্ট হইয়াfছলাম, সেদিন বোবা প্রাসাদের স্তস্তে খড়ি দিয়া কবিতা লিখিয়া রাfখয়াছিল । উদ্ধবঘোষ কবিতা দেখিয়া কতই মুখ্যাতি করিলেন, কিন্তু তিনি যখন লেখকের নাম জানিতে চাহিলেন, তখন বোবা কিছুতেই নিজের পরিচয় দিল না, অথচ আমি স্বচক্ষে উহাকে লিখিতে দেখিয়াছি। দ্বিঃ সৈঃ – কথা কহে না কেন ভাই ? অার, কি করিয়াই বা কথা ন কহির থাকে ? কতদিন দেশ ঘরছাড়িয়া আসিয়াছি, কখনও ফিfরব কি না তাহার নিশ্চয়, নাই । এখন দেশের লোকের কথা শুনিলেও প্রাণে কতটা শান্তি পjই। লোকটা কি করিয়াই বা কথা না কহিয়া থাকে ? # প্রঃ পৈঃ – কে জানে ভাই । আমি হইলে নিশ্বাস বন্ধ হইয়া মরিয়া যাইতাম । স্বৰ্য্যদেব পাঠালে নামিয়া গেলেন, অন্ধকার ঘন ইষ্টয়া আসিল, দুর্গের চুড়া হইতে ধারক্রয় তুর্য্যধ্বনি হইল। তাহা শুনিয়া দীর্ঘাকার সেনা একটি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া তৃণাসন ছাড়িয়া উঠিল । তাহাকে উঠতে দেখিয়া অন্যান্ত সেনাগণও উঠিয় দাড়াইল । দুর্গাভ্যস্তর . হইতে আর-একদল সেনা বাহির হইয়া আসিল । দীর্ঘ।কার পুরুষ তাহাদিগের নায়কের হস্তে দুৰ্গদ্বারের রোধনক প্রদান করিয়া সঙ্গীগণের সহিত দুর্গে প্রবেশ করিল। তোরণের অন্তর্দেশে একজন বৰ্ম্মাস্তুত সৈনিক বোধ হয় তাহাদিগের জন্য অপেক্ষা করিতেছিল, দীর্ঘাকার সৈনিক দুর্গে প্রবেশ করিবামাত্র সে র্তাহাকে কহিল, “নায়ক,