পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] শ্যাম-রাজ্য פט\ ওয়াট প্রাকিও— প্রাচীন প্রাসাদের নিকটস্থ স্ত প মণি নিৰ্ম্মিত। শোনা যায়ু দুনিয়ায় এর চাইতে বেশী দামের মৃত্তি নাকি আর কোথা ও নেই । শু্যামবাসীদের কাছে এই মন্দিরগুলো কেবল ষ্টট-পাথরের সমষ্টি নয়, তার চাইতে ঢের বড় জিনিস । জীবনের একট। বয়সে রাজা থেকে আরম্ভ করে সমস্ত লোককেই সন্ন্যাসীর প্রত নিয়ে এইসব মঠে বাস করতে হয়। তা ছাড়া এই মঠগুলো শিক্ষার ও কেন্দ্র । শ্বানে প্রাথমিক শিক্ষা সম্প্রতি বাধ্যতা-মূলক করা হয়েছে এবং বালকের এই মুঠেই তাদের প্রাথমিক শিক্ষা লাভ করে। বড়-বড় মন্দিরগুলিতে উচ্চশ্রেণীর ছাত্রদিগকে পালি ৪ পড়ালে৷ হয় । ব্যাঙ্ককে স্বদক্ষিণ মন্দির-নামে একট। মন্দির আছে, এর পুরোহিতেরা যদিও বৌদ্ধধর্মের উপাসক তবু তাদের ব্রাহ্মণ বলে ডাকা হয়, মন্দিরের আর- একটি নাম হচ্ছে ব্রাহ্মণ মন্দির। এই মন্দিরে বিষ্ণু, গণেশ প্রভৃতি বহু ভারতবর্ষীয় দেবতার মূৰ্ত্তি আছে। Haifā c5f4ff: strastā ( Chokum Rajwethi ) ব্যাঙ্কককে পণ্ডিত বলে’ বিশেষ খ্যাতি অtছে । তিনি বলেন, রাজা অশোকের সময় সনক্ থের এবং উত্তর থের নামে দুজন বৌদ্ধ-সন্ন্যাসী শ্যাম-রাজ্যে পদার্পণ বৌদ্ধ ধৰ্ম্মে দীক্ষ । ভারতবাসীদের কাছে করেছিলেন–র্তারাষ্ট শ্যামবাসীদের দিয়েছেন । swo-l শু্যামের নাম ছিল সুবর্ণ ভূমি । এরা দু’জনেই ছিলেন, রাজা অশোকের মন্থগুরু মৌগলি-পুত্বের শিঘ্য । মেীয্য দের পূৰ্ব্বে ও ভারতবর্ণের সঙ্গে সুবর্ণভূমির জানা-শোনা ছিল । ভারতবাসী এবং চীনেদের রক্তের মিশ্রণেই শু্যামবাসীদের জন্ম । শ্যামে হীনযান-পন্থী বৌদ্ধদের প্রতিপত্তিই বেশী । মইাধান-পন্থীদের বৌদ্ধ না বললেও বিশেষ ক্ষতি নেই । কারণ ওট। এাহ্মণ্য ধন্মেরষ্ট ছদ্ম বেশ । তখনকার সম্প্রতি সে দেশে চুললস্করণ বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে । এর অধ্যাপকের সকলেই শ্যামের লোক - ইউরোপ, আমেরিক হ’তে জ্ঞান আহরণ করে এনে এর দেশবাসীদের ভিতর সেই জ্ঞান বিতরণ করছেন । দেশী ভাষায় শিক্ষা দেওয়া হয় । সেজন্যে সে এদের বিশেষ বেগ পেতে হচ্ছে, ল এর মনে করেন না, অথচ আমাদের দেশের শিক্ষার বাংল ইংরেজী । ইংবেঙ্গীকে বদলে তার জায়গায় দেশী ভাষাকে বসাতে গেলে যে-সব বিরুদ্ধ যুক্তির অবতারণ করা হয়, তার