পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बैंकूक्लांद्र उन्नङि ఫిషి:) বঁকুড়-জেলার একটি বাধের লক্-গেট বা আটক-কপাট উপচাইল্লা জল-প্রবাহ রায় সমিতিগুলির বিরোধী নহেন। র্তাহার মত ত্যাগী ও বিবেচক লোকের বিরোধী না হইবারই কথা7 গবর্ণমেণ্টের সম্পূর্ণ সংশ্রব ত্যাগ এ-পর্য্যন্ত কোন অসহযোগী করিতে পারেন নাই। সকলৰেই গবর্ণমেণ্টের ডাক ও টেলিগ্রাফ বিভাগের সাহায্য লইতে হয়, সরকারী রেলগাড়ীতে যাতায়াতও সকলেই করেন । ইহাতে কোন অপমান নাই, দাস্থ্যও নাই। কারণ আমরা, ব্যবসার নিয়ম অনুসারে, যে যে সুবিধা পাই তাহার মূলাস্বরূপ মাশুল দিয়া থাকি । সমবায়-সমিতিগুলিও রেজিষ্টারী করিবার ফী দেন, ব্যাঙ্ক হইতে যে টাকা ঋণ গ্রহণ করেন তাহার স্বদ দেন, সরকারী কৃষি এঞ্জিনীয়ার প্রভৃতির বেতন জনুসাধারণের প্রদত্ত ট্যাক্স হইতেই দেওয়া হয় । অন্ত সমুদ্র খবরের কাগজের মত মহাত্মা গান্ধীর ইয়ং ইণ্ডিয়া কাগজ, শামসুন্দর-বাবুর সাভেণ্ট, অনিলবরণ-বাবুর সারথি, চিত্তরঞ্জন বাবুর ফরওয়ার্ড, প্রভৃতি অসহযোগী কাগজ আইন অনুসারে রেজিষ্টারী করা হইয়াছে বলিয়া কম ডাকমাণ্ডলে যায়। সার্ভেন্ট ও ফরওয়ার্ডের কোম্পানী দুটিও গবর্ণমেন্টের আইন অনুসারে রেজিষ্টারী করা। অতএব, আশা করি লোকে দুর্ভিক্ষের 彎 হাত হইতে রক্ষা পাইবার জন্য যে জলসরবরাহ সমিতি করিতেছে, তাহাতে কংগ্রেস-নেতাদের আপত্তি বা অমত হুইবে না ; বরং তাহাতে র্তাহার উৎসাহই দিবেন। SS 觀 যদি সম্পূর্ণ বেসরকারীভাবে জল জোগাইবার কোন বন্দোবস্ত কেহ করিতে পারেন, তাহাত খুবই ভাল। কিন্তু । এ-জেলায় যাহা হইতেছে, তাহাতে বাস্তবিক লোকদের আত্মশক্তির বিকাশ হইতেছে। একটু আইনের সংশ্ৰব আছে বলিয়া যদি কেহ আপত্তি করেন, তাহা হইলে তাহাকে সকলরকমে সরকারী ডাক টেলিগ্রাফ রেল রেজিষ্টারী প্রভৃতি বিভাগের সহিত সংশ্রব আগে ছাড়িতে . হয় । কিন্তু তাহা করিবার প্রয়োজন নাই ; অধিকন্তু তাহা দুঃসাধ্য। আমার মতে, আমরা সকলেই ধেনন আবশ্যকমত সরকারী ডাক টেলিগ্রাফ রেল ও রেজিষ্টারী বিভাগকে আমাদের কাজে লাগাই, তেমনি বাকুড়াবাসী আমাদিগকে সরকারী সমবায় কৃষি শিল্প বিভাগগুলিকেও কাজে লাগাইতে হইবে । জল সরবরাহ জীবন-মরণের ব্যাপার। আত্মসম্মান রক্ষণ করা আবার প্রাণরক্ষণ করা অপেক্ষাও . আবশ্বক। বাকুড়াবাসীকে দুই চারি বংসর অন্তর দুর্ভিক্ষগ্রস্ত হইয়। বাহিরের লোকের নিকট হইতে ভিক্ষ চাহিয়৷ প্রাণ বাচাইতে হয়। এই অপমান ও লঙ্গ হইতে বক্ষ পাইবার জন্য জল-সরবরাহ-সমবায়-সমিতি গঠন সৰ্ব্বতেভাবে কৰ্ত্তব্য। তাহা দ্বারা চাষের জল ও পানীয় জল উভয়ের বন্দোবস্ত হইবে । চাষ হইতে ধন হইব্ৰে-wতাহার দ্বারা শিক্ষালাভ, স্বাস্থলাভ, ও चना मानादि४ উন্নতির সুবিধা হইবে ।